বেজিং: ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ডোকলামে ভারত-চিন সংঘাতের সময় ভুটানের ভূমিকার প্রশংসা করার পরেই দুই প্রতিবেশী দেশকে সম্পর্ক স্বাভাবিক করার বার্তা দিল চিন। ভুটানের রাজা জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুকের ভারত সফর প্রসঙ্গে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইং বলেছেন, ‘ভারত ও ভুটান দুই দেশই চিনের ঘনিষ্ঠ প্রতিবেশী। আমরা এই দুই দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে বদ্ধপরিকর। আমরা চাইব ভারত ও ভুটান আমাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলুক।’


ভারতের রাষ্ট্রপতির মন্তব্যের প্রতিক্রিয়ায় চুনইং বলেছেন, ‘জুন থেকে অগাস্টের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর অনুপ্রবেশের কথা বলা হচ্ছে। আমরা একাধিকবার এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি। কূটনৈতিক পথে ভারত ও চিন এই সমস্যা মিটিয়ে নিয়েছে। আমাদের আশা, সীমান্তে শান্তি বজায় রাখার উদ্যোগ নেবে ভারত।’

ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন ভুটানের রাজা। তাঁর সঙ্গে বৈঠকেই ডোকলাম সংঘাতের সময় ভারতের প্রতি ভুটানের সমর্থনের কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি। তাঁর এই মন্তব্যেরই জবাব দিল চিন।