ওয়াশিংটন: ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ কোনও বিকল্প নয়। এমনই মন্তব্য করেছেন এক পদস্থ পাক কূটনীতিক। তিনি বলেছেন, আলোচনার মাধ্যমে ভারত ও পাকিস্তানকে কাশ্মীর সব বিভিন্ন দ্বিপাক্ষিক বিতর্কের নিষ্পত্তি করতে হবে। আমেরিকায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত জলিল আব্বাস জিলানি বলেছেন, যুদ্ধে যাওয়াটা কোনওভাবেই বিকল্প হতে পারে না। কারণ, দুটি দেশেরই আর্থিক উন্নতির প্রয়োজন রয়েছে এবং জনকল্যাণের কাজ করতে হবে। বিশ্বব্যাঙ্ক ও ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের বার্ষিক বৈঠকের অবকাশে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে জিলানি এ কথা বলেছেন।
একটি প্রশ্নের উত্তরে পাক দূত বলেছেন, দুটি পরমাণু অস্ত্রধর দেশের মধ্যে যুদ্ধ কোনও বিকল্প নয়। যুদ্ধের কথা ভাবাটাও অকল্পনীয়। পাক সরকারের বক্তব্য হল- আন্তর্জাতিক আইন মেনে কাশ্মীর সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।
উল্লেখ্য, গত সপ্তাহে আমেরিকায় বিভিন্ন বৈঠকে জিলানির সঙ্গে ছিলেন দুই সফররত পাক দূত। ওই দূতেরা মার্কিন বিদেশ বিভাগ ও জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গেও বৈঠক করেন। আমেরিকায় তাঁদের দৌত্যে ভালো সাড়া পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন জিলানি।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ কোনও বিকল্প নয়: আমেরিকায় নিযুক্ত পাক দূত
ABP Ananda, web desk
Updated at:
09 Oct 2016 11:38 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -