নয়াদিল্লি: উরি হামলা নিয়ে ফাওয়াদ খানের পর এবার মুখ খুললেন পাক অভিনেত্রী মাহিরা খানও। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করেছেন এই অভিনেত্রী। ফেসবুকে তাঁর বার্তায় মাহিরা বলেছেন, ‘গত পাঁচ বছর আমি অভিনেত্রী হিসেবে কাজ করছি এবং একজন অভিনেত্রী হিসেবে আমার বিশ্বাস যে, আমার দেশের সম্মান অটুট রাখার চেষ্টা করেছি- পেশাদার হিসেবে এবং পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে গিয়ে বা অন্যত্র এই দায়িত্ব পালন করতে আমি আমার সেরাটা দিয়েছি। পাকিস্তানি নাগরিক হিসেবে আমি যে কোনও জায়গার যে কোনও ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ ও মানুষের প্রাণহানির কঠোর ভাষায় নিন্দা করি। যে কোনও ধরনের রক্তপাত ও যুদ্ধ নিয়ে আমি উত্ফুল্ল নই। আমি এমন একটা বিশ্বের স্বপ্ন দেখি যেখানে আমার সন্তানরা এই উপদ্রব থেকে মুক্ত হয়ে বাঁচবে’।
উল্লেখ্য, শাহরুখ খানের আগামী সিনেমা রইস-এ দেখা যাবে মাহিরাকে। আগামী বছর এই সিনেমা মুক্তি পাবে। উল্লেখ্য, এর আগে ফাওয়াদও এক বিবৃতিতে শান্তিপূর্ণ পৃথিবীর জন্য তাঁর আর্জির কথা জানিয়েছিলেন।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর উরি হামলার পরিপ্রেক্ষিতে, মহারাষ্ট্র নবনির্মান সেনা বলিউডের পাক শিল্পীদের ভারত ছেড়ে যাওয়ার ফতোয়া জারি করে। একইসঙ্গে হুমকি দেয়, পাক শিল্পীদের ছবি ভারতে মুক্তি পেতে দেওয়া হবে না।
ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসার্রস অ্যাসোসিয়েশন তাদের সিনেমায় পাক শিল্পীদের নিষিদ্ধ ঘোষণা করে।
উল্লেখ্য, শাফকাত আমানত আলি এবং সলমন আহমদের মতো পাক সঙ্গীতশিল্পীরাও উরি হামলার নিন্দা করে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন।