ইসলামাবাদ: পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদের দাবি, অক্টোবর-নভেম্বরে ভারত-পাক যুদ্ধ হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও পরমাণু অস্ত্র নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিচ্ছেন। কিন্তু তাঁদের উল্টো পথে হেঁটে পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির দাবি, যুদ্ধের মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করা সম্ভব নয়।


একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কুরেশি বলেছেন, ‘পাকিস্তান কোনওদিন আগ্রাসনের নীতি নেয়নি। পাকিস্তান বরাবরই শান্তির পক্ষে। পাকিস্তানের বর্তমান সরকার একাধিকবার ভারতকে আলোচনার প্রস্তাব দিয়েছে। কারণ, দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ যুদ্ধের পথে হাঁটার ঝুঁকি নিতে পারে না। কাশ্মীর সমস্যার সমাধানের জন্য যুদ্ধ কোনও পথ হতে পারে না। কাশ্মীর আন্তর্জাতিক বিষয়। এটি ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় নয়।’

পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাক সম্পর্কের অবনতি হয়েছে। জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার দু’দেশের সম্পর্ক আরও তিক্ত করে তুলেছে। সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। পাক সেনা বিনা প্ররোচনায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে চলেছে। এরই মধ্যে পাক প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রী যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছেন। তবে পাক বিদেশমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, তিনি যুদ্ধের পক্ষে নন।