বৃহস্পতিবার রশিদ কাশ্মীর ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত, পাকিস্তান-দুপক্ষকেই ‘ঠকাচ্ছেন’ বলেও কটাক্ষ করেন। দাবি করেন, প্রধানমন্ত্রী ইমরান খান, পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ক্ষমতায় বহাল থাকার মধ্যেই কাশ্মীর ইস্যুর সমাধান হবে।
কাশ্মীরিদের পাশে থাকার বার্তা দিতেই সমঝোতা এক্সপ্রেস ও থর এক্সপ্রেস বন্ধ করা হয়েছে বলেও জানিয়ে দেন রশিদ।
৫ আগস্ট মোদি সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর ভারত, পাকিস্তানের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতের সিদ্ধান্তের পাল্টা পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের মাত্রা কমিয়ে দেয়, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারও করে। যদিও ভারত আন্তর্জাতিক দুনিয়াকে স্পষ্ট জানিয়েছে, ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে দুটুকরো করার সিদ্ধান্ত তার ঘরোয়া ব্যাপার, পাকিস্তানকে বাস্তব মেনে নিতে হবে।