নয়াদিল্লি:  বিমানে মাঝ আকাশে দীর্ঘদিনের বয়ফ্রেন্ডের বিয়ের আনুষ্ঠানিক প্রস্তাব স্বীকার করে চাকরি থেকে বরখাস্ত হলেন চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের এক কর্মী।
এর আগে সংবাদসংস্থা জানিয়েছিল যে, মে মাসের ওই ঘটনায় বিমান পরিবহণ সংস্থার কাছ থেকে ইমেলে বরখাস্তের চিঠি পেয়েছিলেন ওই অজ্ঞাত পরিচয় বিমান সেবিকা।
উড়ান শুরু আধঘন্টা পর ওই বিমানসেবিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তাঁর প্রেমিক। নতজানু হয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। ওই প্রস্তাবের ভিডিও গত মে মাসে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল।




জিআন থেকে ইয়িনচুয়ানে যাওয়ার পথে ওই ঘটনা ঘটেছিল।
জানা গেছে, বিমানসেবিকার বিরুদ্ধে যাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে গাফিলতির অভিযোগে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
কর্তৃপক্ষের এই ব্যবস্থা গ্রহণকে ঘিরে সোশাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বিমানসেবিকাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্তকে ‘অমানবিক’ আখ্যা দিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন, কাজের সময় ব্যক্তিগত বিষয়ে জড়িয়ে পড়া একেবারেই সঠিক নয়।