নয়াদিল্লি: রানওয়েতে অবতরণের সময় দুর্ঘটনাবশত সমুদ্রের ধারে চলে গেল যাত্রীবাহী বিমান। কৃষ্ণ সাগরের কিনারায় মাটিতে আটকে যায় বিমানটি। ফলে বড় বিপদ এড়ানো যায়। বিমানটিতে যাত্রী, পাইলট ও অন্যান্য কর্মীরা মিলিয়ে ১৬৮ জন ছিলেন। সবাইকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর তুরস্কের ট্র্যাবজোন বিমানবন্দরে। বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি আঙ্কারা থেকে ট্র্যাবজোনে অবতরণের সময় ঘটে বিপত্তি। এক যাত্রী বলেছেন, ‘বিমানটির সামনের অংশ নীচের দিকে ঝুলে পড়ে। আমরা একদিকে হেলে পড়ি। সবাই ভয় পেয়ে গিয়ে চিৎকার করতে শুরু করে।’