দেখুন ভিডিও: সজারু শিকার করতে গিয়ে কীভাবে নাকাল হল চিতাবাঘ!
ABP Ananda, web desk | 15 Apr 2017 01:04 PM (IST)
নয়াদিল্লি: খিদের চোটে শিকার করতে গিয়ে ভালোরকম ফ্যাসাদে পড়ল একটি চিতাবাঘ। এমন নাজেহাল যে হতে হবে, তা বুঝতে পারেনি চিতাবাঘটি। আসলে ওই চিতাবাঘ চোখের সামনে দিয়ে দুটি নধর সজারুকে চলে যেতে দেখে লোভ সামলাতে পারেনি। আর তার যা ফল হল! কাঁটার আঘাতে নাকাল হতে বল তাকে। শিকার তাড়া করে ধরতে চিতাবাঘ সিদ্ধহস্ত। কিন্তু সজারুর তো রয়েছে কাঁটার বর্ম।সজারুকে শিকার করতে এলে তো খোঁচা খেতেই হবে। দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে চিতাবাঘের সজারু শিকারের এই ঘটনা ধরা পড়েছে ফটোগ্রাফার ডোনোভান পিকেথের ক্যামেরায়। একটা সজারুর কাছে গিয়ে পালিয়ে এসেও দ্বিতীয়টির ওপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি। কিন্তু কাঁটার খোঁচা খেয়ে হার মানতে হল তাকে। তারপর বেশ কিছুক্ষণ ধরে বসে থেকে শরীরে বিঁধে যাওয়া কাঁটা ছাড়াতে হল চিতাবাঘটিকে।