নয়াদিল্লি: হাঙরের আতঙ্ক যে কারও হতে পারে। এমনকী, এই প্রজাতি নিয়ে দীর্ঘদিন কাজ করা অভিজ্ঞ গবেষকদেরও।
তেমনই একটি অভিজ্ঞতার ভিডিও হালে ইন্টারনেটে ভাইরাল হয়েছে। খবরে প্রকাশ, গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী ওয়েলফ্লিটে ঘটেছে ঘটনাটি।
সাদা হাঙর নিয়ে গবেষণা চালাতে সমুদ্রে গিয়েছিলেন বিশেষজ্ঞ গ্রেগ স্কোমাল। জলের তলার ছবি তোলার জন্য নৌকার ওপর থেকে একটি লম্বা দণ্ডের মাথায় ক্যামেরা বসিয়ে তিনি জলে নামান।
আরও ভাল ছবি তোলার জন্য তিনি ওই দণ্ডটিকে যখন বাঁকাচ্ছিলেন, আচমকা একটি হাঙর তাঁর সামনে লাফিয়ে ওঠে। স্কোমালের পা প্রায় হাঙরের মুখের গ্রাসের মধ্যে চলে আসে।
অতলান্তিক হোয়াইট শার্ক সংরক্ষণ সংস্থার তরফে ওই ভিডিও শেয়ার করা হয়েছে। তারা জানিয়েছে, সাদা হাঙরকে সচরাচর দেখা যায় না। একইসঙ্গে তাদের সতর্কবার্তা, আদতে এই প্রজাতির হাঙর অত্যন্ত মেজাজি হয়। তাই তাদের কাছে না যাওয়াই ভাল।
দেখুন সেই ভিডিও: