দেখুন: পাশের আসনে বসে প্রিন্স হ্যারির পপকর্ন ‘চুরি’ দু’ বছরের ছোট্ট মেয়ের!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Sep 2017 06:52 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
লন্ডন: একী! খোদ যুবরাজের নাকের ডগা থেকে ‘চুরি’! তিনি আবার ইংল্যান্ডের যুবরাজ প্রিন্স হ্যারি। গতকাল ইনভিকটাস গেমস চলাকালেই ঘটল এই ঘটনা। ভলিভলের ফাইনাল চলার মধ্যেই প্রিন্স হ্যারির হাতে থাকা ঠোঙার পপকর্ণ দিব্যি একটার পর একটা বেছে নিয়ে মুখে তুলছিল দু বছরের একটি দস্যি মেয়ে। সে তার মায়ের কোলে বসেছিল প্রিন্স হ্যারির পাশের চেয়ার। খেলা দেখতে দেখতে সঙ্গীর সঙ্গে গল্পে মশগুল ছিলেন প্রিন্স হ্যারি। সেই সুযোগে তাঁর পপকর্ণ তুলে যে খেল তার নাম এমিলি হেনসন। প্রথমটা খেয়াল করেননি প্রিন্স হ্যারি। তারপর ছোট্ট মিষ্টি মেয়েটার কাণ্ড দেখতে পান হ্যারি।ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। এরপর এমিলির সঙ্গে বন্ধুত্বও হয়ে যায় হ্যারির। তার সঙ্গে মজায় মেতে ওঠেন তিনি। এমিলি এক প্রাক্তন রয়্যাল ইঞ্জিনিয়ারের মেয়ে। ২০১১-তে আফগানিস্তানে এক বিস্ফোরণে দুটি পা খোয়ান তিনি।