ওয়াশিংটন: ভারতের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক এবং দু দেশের চুক্তির উপর কড়া নজর রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। সামরিক বা সন্ত্রাস দমন সংক্রান্ত চুক্তি হলে তা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে উদ্বেগের বিষয় হবে বলে জানিয়েছেন সেদেশের বিদেশ দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের সহকারী সচিব নিশা দেশাই বিসওয়াল।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরান সফরে গিয়েছিলেন। সেই সফরে চাবাহার বন্দর নিয়ে চুক্তি হয়েছে। এই বন্দর নতুন করে গড়ে তোলার জন্য ভারত ৫০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করার কথা জানিয়েছে।
ঐতিহাসিক পরমাণু চুক্তির ফলে সম্প্রতি ইরানের উপর থেকে আন্তর্জাতিক মহলের নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। তবে ভারতের সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশ্ন উঠেছে। মার্কিন কংগ্রেসের এক আলোচনা সভায় নিশা বলেছেন, ভারতের সঙ্গে ইরানের আর্থিক চুক্তির বিষয়ে খোঁজ রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সেনেটের এক সদস্য বেন কার্ডিন চাবাহার বন্দরের চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, এই চুক্তির মাধ্যমে ভারত সন্ত্রাসবাদে অর্থ সাহায্য করছে। তবে নিশা তাঁকে আশ্বস্ত করে বলেছেন, জ্বালানির প্রয়োজনেই ইরানের সঙ্গে এই চুক্তি করেছে ভারত। এর ফলে কোনও নিয়ম লঙ্ঘন হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিক থাকবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
মোদীর তেহরান সফর: ভারত-ইরান সম্পর্কের উপর ‘কড়া নজর’ রাখছে আমেরিকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 May 2016 01:46 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -