নিউইয়র্ক: ওয়াটসঅ্যাপ খুব শীঘ্রই তাদের ম্যাসেজিং সার্ভিসে নয়া বৈশিষ্ট যোগ করতে চলেছে। আর অল্প কয়েকদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় কথোপকথনের এই নয়া মাধ্যমে ভিডিও কলিং ফিচার যোগ হতে চলেছে। ওয়াটসঅ্যাপের কোথাও এই বৈশিস্ট এখনই চোখে না পরলেও, অ্যানড্রয়েডে এই বৈশিষ্ট এরমধ্যেই দেখা গিয়েছে।

ভিডিও কলিং, নয়া এই ফিচারটি এইমুহূর্তে কার্যকর না হলেও, অ্যানড্রয়েডের সাম্প্রতিকতম বেটা ভার্সানে দেখা গিয়েছে। এইমুহূর্তে গুগল প্লে স্টোরের মাধ্যমে (v 2.16.80) আপডেট করলেই এই নয়া ফিচারটি দেখতে পাওয়া যাচ্ছে।

ওয়াটসঅ্যাপে এই আপডেট এখন একমাত্র তাঁরাই পাবেন যাঁরা অ্যানড্রয়েড বেটা টেস্টিং প্রোগ্যাম ডাউনলোড করেছেন।

এখনও অবধি ওয়াটসঅ্যাপ এই ভিডিও কলিং ফিচারের জন্যে নয়া কোনও আইকন প্রকাশ করেনি। শোনা গেছে ম্যাসেজিং অ্যাপস-এর চেহারায় বিশেষ কোনও পরিবর্তনও এর জন্যে আসবে না। যে কল আইকন বোতামটি এখনই দেখা যায় ওয়াটসঅ্যাপের মধ্যে অডিও কল করার জন্যে, অল্প কয়েকদিনের মধ্যে সেটাই ভিডিও কল করার জন্যেও ব্যবহার করা যাবে।

ওয়াটসঅ্যাপ-এর মালিকানা রয়েছে এখন ফেসবুকের তত্ত্বাবোধানেই। গত বছরই তাঁরা বাজার এনেছিলেন ভয়েস কলিং ফিচারটি। এখন অপেক্ষা কবে তাঁরা দীর্ঘ প্রতীক্ষিত এই ভিডিও কলিং ফিচারটি বাজারে আনেন।