নিউইয়র্ক: হোয়াটসঅ্যাপের চিফ বিজনেস অফিসার নীরজ অরোরা দুনিয়াজোড়া বার্তা আদানপ্রদানকারী এই বিপুল জনপ্রিয় সংস্থা ছাড়ার কথা ঘোষণা করলেন। আইআইটি-দিল্লির এই প্রাক্তনী হোয়াটসঅ্যাপের সিইও পদে বসতে পারেন বলে চলতি বছরেই এর আগে শোনা যাচ্ছিল, যদিও শেষ পর্যন্ত ওই দায়িত্ব দেওয়া হয় ক্রিস ডেনিয়েলসকে। তিনিই হন হোয়াটসঅ্যাপের গ্লোবাল হেড।
২০১১ থেকে হোয়াটসঅ্যাপে রয়েছেন নীরজ। ২০১৪-য় হোয়াটসঅ্যাপকে যখন ১৯ বিলিয়ন ডলার দামে ফেসবুক অধিগ্রহণ করে, তখনও প্রতিষ্ঠানের সঙ্গে ছিলেন তিনি। হোয়াটসঅ্যাপের সহকারী প্রতিষ্ঠাতা জান কুম কোম্পানি ছাড়ার সাত মাস পর সরে যাচ্ছেন নীরজ। গত ১ বছরে ফেসবুক ও তার অধীনস্থ কোম্পানিগুলি থেকে বেশ কয়েকজন শীর্ষকর্তা বেরিয়ে গিয়েছেন। তাঁদের সারিতে যোগ দিচ্ছেন নীরজ।
এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, জান কুম ও ব্রায়ান অ্যাক্টন আমায় হোয়াটসঅ্যাপে নিয়ে আসার পর দেখতে দেখতে সাতটা বছর চলে গেল, বিশ্বাস করাই কঠিন। কী দুর্দান্ত এক যাত্রা। তবে এগিয়ে যাওয়ার সময় হয়েছে। কিন্তু প্রতিদিন হোয়াটসঅ্যাপ যে কত অসংখ্য ভাবে মানুষের জীবনকে ছুঁয়ে যাচ্ছে, এর চেয়ে বেশি গর্ব আমার আর কোনও কিছুতেই হয় না। আমি নিশ্চিত, হোয়াটসঅ্যাপ সামনের বছরগুলিতেও সহজ, নিরাপদ ও আস্থাভাজন সংযোগের মাধ্যম হয়ে থাকবে।
নীরজ যখন হোয়াটসঅ্যাপকে বিদায় দিচ্ছেন, সেসময় এর বড় সমস্যার সামনে পড়েছে তারা। দুনিয়াব্যাপী হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুল খবর ছড়িয়ে পড়ার সমস্যা ভয়াবহ আকার নিয়েছে। এ বছরই হোয়াটসঅ্যাপ ভারত, ব্রাজিলের মতো তাদের বড় বাজারগুলিতে ভুল খবর সম্প্রচারের সমস্যা মোকাবিলায় নেমেছে, ব্যবহারকারীদের মিথ্যা, অসত্য খবর ছড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে।
হোয়াটসঅ্যাপের শীর্ষকর্তাদের পাশাপাশি সম্প্রতি ফেসবুক আরও বেশ কয়েকজন একেবারে ওপরের সারির কর্তাকে হারিয়েছে। ইনস্টাগ্রামের সহকারী দুই প্রতিষ্ঠাতা কেভিন সিসট্রোম, মাইক ক্রিগার, ওকুলাসের সহকারী প্রতিষ্ঠাতা ব্রেনডন ইরিবে পদত্যাগ করেছেন। আগস্টে বিদায় নিয়েছেন ফেসবুকের মুখ্য সিকিউরিটি অফিসার অ্যালেক্স স্ট্যামসও।
সাত বছর বাদে সরে যাচ্ছেন হোয়াটসঅ্যাপের চিফ বিজনেস অফিসার নীরজ অরোরা
Web Desk, ABP Ananda
Updated at:
27 Nov 2018 02:35 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -