কলকাতা : মাত্র সাতদিনেই বিশ্বজুড়ে একশো কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ' দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রা। তাঁর পোস্টে বলা হয়েছে, বিশ্বজুড়ে ১০৬.৮০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এরই মধ্যে ছবিটি দেখে বলেন, অবশ্যই দেখা উচিত এই ছবি। দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে করমুক্ত করা হয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটিকে। যদিও বিরোধীগোষ্ঠী এই ছবিটির বিরুদ্ধে গলা উঁচিয়েছে। এরই মধ্যে ছবিটি দেখে ফেলেছেন তসলিমা নাসরিন। ছবিটি দেখে সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য পেশও করেছেন।
শুক্রবার তসলিমা টুইটারে তিনি লেখেন, 'আজ দ্য কাশ্মীর ফাইলস দেখলাম। যদি এই ছবির গল্প একশ শতাংশ সত্যি হয়, যদি অতিরঞ্জিত করা না হয়ে থাকে, যদি গল্প অর্ধসত্য না হয়, তাহলে বিষয়টা সত্যিই খুব দুঃখের। তবে কাশ্মীরী পন্ডিতদের কাশ্মীরে থাকার অধিকার অবিলম্বে ফিরিয়ে দেওয়া উচিত। আমি বুঝতে পারি না, কেন বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুদের উৎখাত নিয়ে কোনও ছবি এখনও তৈরি হয়নি !'
শুক্রবারই 'দ্য কাশ্মীর ফাইলস' দেখতে যান অযোধ্যার সাধুরা। ছবিটি দেখে তাঁরা দৃশ্যতই উচ্ছ্বসিত। 'সাহসী সিনেমা' বলে আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) প্রশংসায় পঞ্চমুখ অযোধ্যার সাধুরা। স্থানীয় এক প্রেক্ষাগৃহে দল বেঁধে বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর (Vivek Ranjan Agnihotri) সিনেমা দেখতে গিয়েছিলেন অযোধ্যার সাধু-সন্তরা। সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে সিনেমা দেখে বেরিয়ে তাঁদের বক্তব্য, 'সিনেমাতে যেমন দেখানো হয়েছে একটি ক্যাম্পের মধ্যে হিন্দু পুরুষ-মহিলা নির্বিশেষে সকলকে রাখা হত ও তাঁরা বাইরে বেরোলেই জঙ্গিরা তাদের গুলিতে ঝাঁঝরা করে দিত, সেই দৃশ্য একেবারেই সত্যি। নিজে চোখে তেমনটা দেখেছি।'