ঢাকা: সাতসকালে বাংলাদেশের এক পদস্থ পুলিশ আধিকারিকের স্ত্রীকে তাঁর নাবালক সন্তানের সামনে কুপিয়ে, গুলি করে খুন করল দুষ্কৃতীরা। বন্দর শহর চট্টগ্রামে বাইকে চেপে এসে তিন দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালায়। ওই পুলিশ অফিসার জঙ্গি দমন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তিনি জঙ্গিদের বিরুদ্ধে একাধিক অভিযান করেছেন। এ কারণে উগ্রপন্থীরাই বদলা নিতে তাঁর স্ত্রী মাহমুদা আক্তার (৩৩)-এর ওপর হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের।
এদিন সকালে ছেলেকে স্কুলে দিতে যাচ্ছিলেন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা। বাবুল বর্তমানে ঢাকাতে কর্মরত। বাবুল বহুবারই জঙ্গিঘাঁটিতে অভিযান চালিয়েছেন। চট্টগ্রামের গোয়েন্দা শাখার অ্যাডিশনাল ডেপুটি সুপার  হিসেবে তিনি বিভিন্ন জঙ্গি হামলা সংক্রান্ত মামলার তদন্তে নিযুক্ত ছিলেন। জঙ্গি দমনের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। গত এপ্রিলে তাঁর পদোন্নতি হয়।
গোয়েন্দা শাখার ডেপুটি কমিশনার মোক্তার আহমেদ বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নিযুক্ত ছিলেন বাবুল। এ কারণে জঙ্গিরাই তাঁর স্ত্রীর ওপর হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।