ক্যালিফোর্নিয়া: আমেরিকার উত্তর ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে দাবানল। এতে এখনও পর্যন্ত অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন, ২০,০০০ মানুষকে সরতে হয়েছে নিরাপদ আশ্রয়ের খোঁজে।
দ্রুত এগিয়ে আসছে এই দাবানল। লেলিহান শিখা গ্রাস করছে একের পর এক জনপদকে। ১০০-র ওপর মানুষ আহত ও অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি, ১,৫০০-র বেশি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ৮ টি কাউন্টিতে দমকল বাহিনী যুদ্ধ করছে আগুনের সঙ্গে।
সান্টা রোসা এলাকায় আগুনে পুড়ে গিয়েছে স্থানীয় হিলটন হোটেল, পুড়ে ছাই পার্ক, কমিউনিটি হল। শহরের আকাশে পাক খাচ্ছে সাদা ধোঁয়া। স্থানীয় প্রশাসন জানিয়েছে, রবিবার রাতে লাগা এই আগুনে প্রায় ৯৪,০০০ একর এলাকা পুড়ে গিয়েছে। গতকাল সন্ধেতেই প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে দাবানলে এত বেশি ক্ষয়ক্ষতি এর আগে তেমন হয়নি। সান্টা রোসার পাশে সোনোমা কাউন্টির প্রশাসন সূর্যাস্তের পর কারফিউ জারি করছে, লুঠপাটের আশঙ্কা করছে তারা।
উত্তর ক্যালিফোর্নিয়ায় দাবানলে মৃত অন্তত ১০, পুড়ে ছাই ১,৫০০ বাড়ি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Oct 2017 12:07 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -