ওয়াশিংটন:  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রচণ্ড বিরক্ত তাঁর দলেরই এক কংগ্রেস  সদস্য। প্রথমসারির ওই রিপাবলিকান আইনসভা সদস্য বলেছেন, অন্যদেশগুলিকে যেভাবে হুমকি দিচ্ছেন ট্রাম্প তা আমেরিকাকে ‘তৃতীয় বিশ্বযুদ্ধের’ পথে ঠেলে দিতে পারে। সেনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক গুরুত্বপূর্ণ কমিটির প্রধান বব কোর্কার এই মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট তাঁর দফতরকে ‘রিয়েলিটি শো’-এর ধাঁচে চালাচ্ছেন বলেও মন্তব্য করেছেন কোর্কার।
ট্রাম্পের ওপর তাঁর দলেরই একাংশের ক্ষোভের কথা কারুর অজানা নয়। তবে প্রকাশ্যে যেভাবে প্রেসিডেন্টকে বিঁধেছেন কোর্কার তা কিছুটা বিরল।
কোর্কারের এই ক্ষোভ মার্কিন কংগ্রেসে ট্রাম্পের বিভিন্ন বিলের ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে উঠতে পারে। ইরান পরমাণু চুক্তি এবং কর সংস্কার সম্পর্কে কোর্কারের ভোট খুবই গুরুত্বপূর্ণ।
নিউইয়র্ক টাইমস-কে কোর্কার বলেছেন, ট্রাম্প তাঁকে উদ্বিগ্ন করে তুলেছেন। শুধু তাই নয়, দেশ সম্পর্কে সচেতন প্রত্যেকেই হয়ত উদ্বিগ্ন।
দুজনের মধ্যে বাকযুদ্ধ গতকাল সকালে চরমে ওঠে। ট্রাম্প ট্যুইট করে বলেন, পুনর্নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কোর্কার। কারণ, ‘সাহসের অভাব’ রয়েছে।
এর জবাবে সেনেটর কোর্কার বলেন, হোয়াইট হাউসটা ‘প্রাপ্তবয়ক্তদের ডেকেয়ার সেন্টার’ হয়ে উঠেছে।
একটা সময় ট্রাম্পের সমর্থক ছিলেন কোর্কার। সম্প্রতি তিনি প্রেসিডেন্টের অন্যতম সমালোচক হয়ে উঠেছেন।
ট্রাম্প দাবি করেছিলেন, কোর্কার বিদেশ সচিব হতে চেয়েছিলেন। কিন্তু তিনি রাজি হননি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ট্রাম্প ও কোর্কারের মধ্যে বিবাদ বাড়ছিল। গত সপ্তাহে তা তুঙ্গে ওঠে। বিদেশ সচিব রেক্স টিলারসন উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার পথ খোলার চেষ্টা করছিলেন। কিন্তু তাতে সায় ছিল না ট্রাম্পের। ট্রাম্প বলেন, আলোচনার চেষ্টা করতে গিয়ে ট্রাম্প সময় নষ্ট করছেন।
এতে হতাশ কোর্কার বলেন, ওপর থেকে যে সাহায্যের প্রয়োজন তা পাচ্ছেন না টিলারসন।