নয়াদিল্লি: হার্ট অফ এশিয়া সম্মেলনে অংশ নিতে ভারতে আসছেন পাকিস্তানের বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ। অমৃতসরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগে আজ পাকিস্তান বলেছে, সম্মেলনের অবকাশে ভারত দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দিলে তা ‘ইতিবাচকভাবে বিবেচনা’ করে দেখা হবে।
যদিও কোনও পক্ষই আলোচনার কোনও প্রস্তাব দেয়নি বলে জানিয়েছেন পাক হাই কমিশনার আব্দুল বাসিত। একটি টিভি চ্যানেলকে বাসিত বলেছেন, ‘আয়োজক হিসেবে ভারত যদি প্রস্তাব দেয়, তাহলে আমরা তা ইতিবাচকভাবে বিবেচনা করব’।
উল্লেখ্য, গত ডিসেম্বরে ভারত ও পাকিস্তানের মধ্যে সার্বিক দ্বিপাক্ষিক আলোচনা (সিবিডি)-র ঘোষণা হয়েছিল। কিন্তু জানুয়ারিতে পঠানকোটে বায়ুসেনা ঘাঁটি সহ অন্যান্য জায়গায় পাক জঙ্গি গোষ্ঠীর হামলা এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে দুই দেশের উত্তেজনা চরমে পৌঁছয়। ফলে সার্বিক দ্বিপাক্ষিক আলোচনা ঘোষণামাত্রই রয়ে গিয়েছে। সার্বিক দ্বিপাক্ষিক আলোচনা ঘোষণার পর এই প্রথম পাকিস্তানের প্রথমসারির কোনও আধিকারিক হিসেবে আজিজ ভারত সফরে আসছেন।
ভারত এখনও আজিজের সঙ্গে আলোচনায় বসা সম্পর্কে কোনও মন্তব্যই করেনি। তবে নয়াদিল্লি সাফ জানিয়েছে, ‘সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না’।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
হার্ট অফ এশিয়ার অবকাশে ভারত আলোচনার প্রস্তাব দিলে ইতিবাচকভাবে বিবেচনা করবে পাকিস্তান
ABP Ananda, web desk
Updated at:
28 Nov 2016 09:44 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -