ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গিঘাঁটিতে হানা দিয়ে এক মহিলা সহ ৫ জঙ্গিকে খতম করল পুলিশ। একটি দোতলা বাড়িতে লুকিয়েছিল জঙ্গিরা। সেখানে অভিযান চালিয়ে তাদের খতম করা হয়। ওই বাড়ির সিঁড়ি থেকে সাত বছরের এক শিশুর দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্য একটি অভিযানে এক জঙ্গি নিহত হয়েছে।

চট্টগ্রামের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শফিকুল ইসলাম বলেছেন, এখনও পর্যন্ত চারটি দেহ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে দু জন জঙ্গি আত্মঘাতী হামলার জন্য তৈরি ছিল। তারা বিস্ফোরণেই নিহত হয়েছে। অন্য দু জন পুলিশের গুলিতে নিহত হয়েছে। যে শিশুর মৃত্যু হয়েছে, সে নিহত মহিলা জঙ্গির সন্তান বলেই মনে করা হচ্ছে। জঙ্গিদের গ্রেনেড হামলায় তিন পুলিশকর্মী আহত হয়েছেন।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, চট্টগ্রামে নিহত ৪ জঙ্গি জামাত উল মুজাহিদিন বাংলাদেশ গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল। অন্য এঅকটি অভিযানে যে জঙ্গিকে হত্যা করা হয়েছে, সে হরকত উল জিহাদ আল ইসলাম গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল। এই দুটি জঙ্গি সংগঠনই বাংলাদেশে নিষিদ্ধ।

পুলিশ সূত্রে খবর, বুধবার থেকে বাংলাদেশজুড়ে জঙ্গিদমন অভিযান শুরু হয়েছে। এই অভিযানে এখনও পর্যন্ত ৮ জঙ্গিকে খতম করা হয়েছে।