কাবুল: স্বামী সঙ্গে নেই, একা বাড়ির বাইরে বেরনোর মাসুল দিলেন আফগানিস্তানের এক মহিলা। মাথা কেটে নেওয়া হয়েছে ৩০ বছর বয়সি ওই মহিলার। উত্তর আফগানিস্তানের সর-ই-পুল প্রদেশের লাতি এলাকায় ছুরিতে কুপিয়ে খুন করা হয়েছে তাঁকে।


মিডল ইস্ট প্রেস-এর দাবি, পুরুষ অভিভাবক ছাড়া কেনাকাটা করতে বেরনোকে ‘দুর্বিনীত আচরণ’ তকমা দিয়ে ওই মহিলাকে হত্যা করেছে তালিবান, এমনই জানিয়েছেন জনৈক সরকারি মুখপাত্র। লাতি তালিবানের দখলে রয়েছে। সেখানে মহিলাদের ওপর নানা বৈষম্যমূলক নির্দেশ চাপিয়ে দেয় তারা। যেমন মেয়েদের রাস্তাঘাটে জোরে কথা বলা, মিডিয়ায় হাজির হওয়ায় নিষেধ রয়েছে তাদের। না মানলে জনসমক্ষে বেত্রাঘাত, ফুটবল স্টেডিয়ামে সবার সামনে মৃত্যুদণ্ড কার্যকর করে মেরে ফেলা হয়।

আফগান সরকারি সংবাদসংস্থা তোলো নিউজ-এর খবর, মহিলার স্বামী ইরানে থাকেন, তাঁদের সন্তান নেই বলে জানিয়েছেন প্রদেশের গভর্নর জাবিউল্লাহ আমানি। শের-ই-পুলের মহিলা বিষয়সংক্রান্ত বিভাগের প্রধান নাসিমা আরেজো ঘটনাটির কথা স্বীকার করেছেন।

তালিবান যদিও এ ঘটনায় যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছে বলে খবর। কেউ গ্রেফতারও হয়নি।