নিউ ইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে স্ট্যাচু অফ লিবার্টির পাথরের পাদভূমিতে উঠে গেলেন এক অভিবাসী মহিলা। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে এই কাণ্ড ঘটান তিনি। তিন ঘণ্টা ধরে টানাপোড়েন চলার পর ওই মহিলাকে নীচে নামিয়ে গ্রেফতার করে পুলিশ। ওই মহিলার নাম থেরিসি প্যাট্রিসিয়া ওকুমু (৪৪)। তিনি কঙ্গোর অভিবাসী।


নিউ ইয়র্ক পুলিশ বিভাগ সূত্রে খবর, প্রথমে ওই মহিলাকে বুঝিয়ে নীচে নামানোর চেষ্টা করা হয়। কিন্তু তিনি কিছুতেই নামতে চাইছিলেন না। তাঁর সঙ্গে আরও অনেকে সেখানে প্রতিবাদে সামিল হন। তাঁরা দাবি করেন, সব অভিবাসী শিশুকে যতক্ষণ না মুক্তি দেওয়া হবে, ততক্ষণ ওই মহিলা নীচে নামবেন না। শেষপর্যন্ত তিন ঘণ্টার চেষ্টায় ওই মহিলাকে নীচে নামানো সম্ভব হয়।