লাগোস: প্রেগন্যান্সি চলে নাকি টানা ২ বছর। তারপর সংশ্লিষ্ট মহিলাটি ছাগলের ‘জন্ম’ দিয়েছেন। নাইজিরিয়ার সংবাদমাধ্যম এমনই দাবি করেছে।
ওই মহিলার বাড়ি পোর্ট হারকোর্ট শহরে। সংবাদমাধ্যমের দাবি, ২ বছর গর্ভবতী থাকার পর মহিলা নাকি সাহায্যের জন্য কমিউনিটি সেন্টারে যান। সেখানে স্থানীয় এক যাজক বিনা খরচে স্বাস্থ্য কেন্দ্র খুলেছেন। সেখানে নাকি মহিলার গর্ভযন্ত্রণা শুরু হয়। তারপর ভিড় করে সকলে দেখে, ছোট্ট একটা ছাগলের মত জন্তু ‘জন্মেছে’।
‘খবরটি’ প্রথমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপর প্রকাশিত হয় দেশের সংবাদমাধ্যমে। এর সত্যি মিথ্যে জানা যায়নি।
২ বছরের প্রেগন্যান্সির পর নাইজিরিয়ায় ছাগলের ‘জন্ম’ দিলেন এক মহিলা!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Feb 2017 02:34 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -