টেক্সাসের চিক-ফিল-এ তাঁদের ফেসবুক পেজে একটি বাচ্চার ছবি দিয়ে এই বিজ্ঞাপনটি দিয়েছেন। প্রসঙ্গত, গত ১৭ জুলাই, তাঁদের রেস্তোরাঁয় রাতের দিকে আসেন এক অন্তঃসত্ত্বা মহিলা। বোটেল বন্ধের সময় মারাত্মক প্রসব যন্ত্রণা নিয়ে আসা মহিলাকে ঢুকতে দেন হোটেল কর্মীরা। তারপরই মহিলাকে নিজেদের শৌচাগারে নিয়ে গিয়ে বাচ্চা জন্ম দিতে সাহায্য করেন হোটেলকর্মীরা।
প্রসঙ্গত, সেদিন রাতে স্ত্রীকে নিয়ে হাসপাতালেই যাচ্ছিলেন রব্রাট গ্রিফিন। বড় মেয়ে ও তাঁর বান্ধবীকে ওই রেস্তোরাঁর বাইরে নামিয়ে দেন তিনি। সেইসময়ই ওঠে প্রসব যন্ত্রণা। তখন হোটেল কর্মীরা এবং মহিলার স্বামী মিলে বাচ্চাটিকে প্রসব করান । আপাতত নবজাতককে সারা জীবন বিনামূল্যে খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ওই হোটেল। শুধু তাই নয়, বাচ্চাটি যখন বড় হয়ে যাবে, তাকে প্রথম চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষ।