সিঙ্গাপুর: সিঙ্গাপুর যাওয়ার পথে এক মহিলা বিমানের মধ্যেই সন্তান প্রসব করলেন। এমন আপৎকালীন সময়ে বিমানের কর্মী ও সহ-যাত্রীদের থেকে মেলা সাহায্যের প্রতিদান হিসেবে সন্তানের নামকরম বিমান-সংস্থার নামেই করলেন মহিলা!

খবরে প্রকাশ, গত ২২ এপ্রিল সিঙ্গাপুরের থেকে ইয়াঙ্গনের উদ্দেশে রওনা দেয় সিঙ্গাপুরের বাজেটি এয়ারলাইন জেটস্টার এশিয়ার ফ্লাইট ৩কে৫৮৩। বিমানটি যখন ইয়াঙ্গনে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল, তখনই যাত্রী হিসেবে থাকা এক অন্তঃসত্ত্বা মহিলার প্রসব-যন্ত্রণা ওঠে।

বিমান অবতরণ করার পর ওই মহিলাকে দ্রুততার সঙ্গে হাসপাতালে স্থানান্তরিত করার তোড়জোড় শুরু করে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু, সেই সময় যে পাওয়া যাবে না, তা সকলে কিছুক্ষণের মধ্যেই টের পেয়ে যান। অগত্যা, বিমানের মধ্যেই প্রসব করানোর প্রক্রিয়া শুরু হয়।

কাকতালীয়ভাবে, বিমানে সেই সময় কয়েকজন চিকিৎসকও ছিলেন। তাঁরাই মূল উদ্যোগ নেন। তাঁদের সাহায্যে এগিয়ে আসেন বিমানের ক্রু এবং সহ-যাত্রীরাও। মহিলা বিমানের মধ্যেই এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন। সঙ্গে সঙ্গে বিমানে উপস্থিত সকলেই খুশিতে ফেটে পড়েন। সময় নষ্ট না করে বিমান সংস্থা ও যাত্রীদের তরফ থেকে মেলা সাহায্যের প্রতিদান হিসেবে সদ্যোজাত পুত্রসন্তানের নাম সও জেট স্টার রাখেন ওই মহিলা।

এমন একটা খবর বিমানসংস্থার তরফে প্রকাশ করা হয় ফেসবুকে। সেখানে লেখা হয়, জেট স্টার কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দের সঙ্গে এই কথা জানাচ্ছ যে ফ্লাইট ৩কে৫৮৩-তে বেবি সও জেট স্টারের অঘোষিত আগমন হয়েছে। একদল চিকিৎসক ও বিমানের ক্রু-র হাত ধরে, বিমানের মধ্যেই ওই শিশুর ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

পরে, মা ও সদ্যোজাতকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। দুজনই ভাল থাকায় তাঁদের ছেড়ে দেওয়া হয়। বিমান সংস্থার তরফে ওই মহিলাকে প্রায় এক হাজার সিঙ্গাপুর ডলার মূল্যের (ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ হাজার টাকা) শিশুদের প্রয়োজনীয় সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়।