লস অ্যাঞ্জেলস: লকডাউনের জেরে স্তব্ধ জনজীবন। টান পড়েছে অত্যাবশ্যকীয় পণ্যের ভাঁড়াড়ে।  এরই মধ্যে সুপারমার্কেট থেকে অত্যাবশ্যকীয় পণ্য ও অন্যান্য জিনিসপত্র চুরি করতে গিয়ে ধরা পড়লেন এক প্রৌঢ়া। ঘটনাটি ক্যালিফোর্নিয়ার সাউথ লেক তাহোউ শহরের। আনুমানিক ১৮০০ মার্কিন ডলার অর্থমূল্যের পণ্যসামগ্রী চেটে দিয়ে নষ্ট করার জন্য তাকে গ্রেফতার করেছে পুলিশ।


বুধবার ক্যালিফোর্নিয়ার সাউথ লেক তাহোউ শহরের এক সুপারমার্কেটে  চুরির চেষ্টা হয়েছে।  সুপারমার্কেটের কর্মীদের সন্দেহ হওয়ায় পুলিশকে খবর পাঠানো হয়। অনেকক্ষণ ধরে শপিং বাস্কেটে মাংসমদ ও আরও বিভিন্ন খাবার বোঝাই করে ঘুরে বেড়াচ্ছিলেন ওই মহিলা।

সাউথ লেক তাহোউ শহরের পুলিশ সূত্রে খবরঅভিযুক্ত মহিলার নাম জেনিফার উইঙ্গেট। তদন্তে দেখা যায়প্রথমে ওই সুপারমার্কেট থেকেই কিছু গয়না চুরি করেন ওই জেনিফার। এরপর খাবার বিভাগে ঢুকে প্রচুর খাবার জড়ো করেন বাস্কেটে। সেগুলিতে মুখ লাগান যাতে আর কেউ না নেয়। পুলিশ এসে গ্রেফতার করার সময় দোকানের মধ্যেই ভাঙচুর চালিয়ে বেশ কিছু জিনিস নষ্ট করেন তিনি।

মহিলার কাছ থেকে উদ্ধার হওয়া সমস্ত জিনিস সংক্রমণের ভয়ে নষ্ট করে ফেলতে হয় সুপারমার্কেটের কর্মীদের। সব মিলিয়ে আনুমানিক ১৮০০ ডলারের জিনিসপত্র নষ্ট করে ফেলেন ওই মহিলা।

পুলিশ ভাঙচুর ও চুরির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে।