ডারবান:  দক্ষিণ আফ্রিকার ডারবানে এক মহিলার বাড়িতে ঢুকে পড়ল একটা ব্ল্যাক মাম্বা সাপ। বিশ্বের অন্যতম মারাত্মক সাপের মধ্যে অন্যতম এই ব্ল্যাক মাম্বা। শেষপর্যন্ত সাপটিকে ধরলেন কোয়াজুলু নাটালের উভচর ও সরীসৃপ সংরক্ষণ কেন্দ্রের কর্মী নিক ইভান্স। সাপটিকে ধরার ভিডিও পোস্ট করা হয়েছে ইউটিউবে।



ভিডিওতে দেখা যাচ্ছে, একটি টিভি ক্যাবিনেটের নিচে লুকিয়ে থাকা সাপটিকে মেঝেতে হাঁটু মুড়ে বসে একটি লাঠির সাহায্যে বের করে আনার চেষ্টা করছেন ইভান্স। খোঁচা খেয়ে হিসহিসিয়ে ওঠে সাপটি। নীলচে-কালো রঙের মুখের ভেতরটা স্পষ্ট ধরা পড়ে ক্যামেরায়।

ইভান্স বলেছেন, কোনও প্রতিকূল পরিস্থিতিতে  লড়াই করার পরিবর্তে সুযোগ পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ব্ল্যাক মাম্বা। কিন্তু কোনঠাসা পরিস্থিতিতে শত্রুকে হাঁ করে ভয় দেখায় সাপটি।

টিভি ক্যাবিনেটের নিচ থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করে সাপটি। কিন্তু ইভান্স খালি হাতেই ধরে ফেলেন। ইভান্স জানিয়েছেন, সাপটি আট ফিটের বেশি লম্বা। শরীরে একটি মাইক্রোচিপ লাগিয়ে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।