বেজিং: রোগের নাম নিউরোফাইব্রোম্যাটেসিস। এতে মুখে অসংখ্য টিউমার হয়। আর এতেই চিনের ৪৮ বছরের লিউ ইংয়ের মুখ হাতিদের মত হয়ে গিয়েছে।
খেতে অসুবিধে, গিলতে অসুবিধে। অপারেশনেও কিচ্ছু হয়নি। ভীষণ কষ্টে থাকা লিউ ইংয়ের নামই হয়ে যায় এলিফ্যান্ট ফেস। গত বছর অপারেশন ব্যর্থ হওয়ায় আত্মহত্যারও চেষ্টা করেন।
তাতে সফল হননি লিউ। ঠিক করেন, জীবনকে আর একবার সুযোগ দিয়ে দেখা যাক। চিকিৎসার জন্য টাকা তুলতে শুরু করেন অনলাইনে লাইভ স্ট্রিমিং।
তারপর থেকেই লিউয়ের আর বন্ধুর কমতি নেই। বহু সহৃদয় মানুষ বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। তাঁর আশা, শিগগিরই পুরোপুরি সেরে উঠবেন তিনি, বাঁচবেন নতুন করে।
‘এলিফ্যান্ট ফেস’ চিনা মহিলা অনলাইনে পেলেন বন্ধু, সাহায্যও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 May 2017 07:49 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -