দেখুন ভিডিওতে: দু-দুবার ধাক্কা একই গাড়ির,এরপরও প্রাণে বেঁচে গেলেন মহিলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Jan 2018 07:54 PM (IST)
নয়াদিল্লি: একটি গাড়ি দু-দুবার ধাক্কা মারল। সেই ঘটনা দেখে পথচারীরা আঁতকে উঠলেন। কিন্তু বরাতজোরে বেঁচে গেলেন তিনি। এমনই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। গত ২৭ ডিসেম্বর চিনের লিয়ানইয়ুগ্যাংয়ে এই দুর্ঘটনা ঘটে। সেই ঘটনা ধরা পড়ে ক্যামেরাতে। ফুটেজে এক মহিলাকে রাস্তা পার হতে দেখা যায়। সেই সময় একটা গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। গাড়ির নিচে চলে যান ওই মহিলা। সঙ্গে সঙ্গে চালক গাড়ি থেকে নেমে মহিলার সাহায্য এগিয়ে আসেন। আশেপাশের লোকজনও ততক্ষণে চলে আসেন। তাঁরা সবাই মিলে মহিলাকে গাড়ির নিচ থেকে বের করেন। ঠিক সেই সময়ই গাড়িটি চলতে শুরু করে। মহিলার শরীরের ওপর দিয়ে চলে যায়। আসলে চালক তড়িঘড়ি নেমে আসতে গিয়ে হ্যান্ডব্রেক দিতে ভুলে গিয়েছিলেন। গাড়ির ভেতর চালকের এক সঙ্গী বসেছিলেন। গাড়িটি দ্বিতীয়বার মহিলাকে ধাক্কা মেরে চলে যাওয়ায় উপস্থিত সবাই মাথায় হাত দিয়ে বসেন। কিন্তু দেখা যায়, মহিলার চোট তেমন গুরুতর নয়। বরাতজোরে বেঁচে যান তিনি।