ভার্জিনিয়া: ৫০ বছর বয়সি জুলি ব্রিস্কম্যান সম্প্রতি চাকরি খুইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি রাগে, হতাশায়, ক্ষোভে ফুঁসছেন। কিন্তু চাকরি খুইয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর রাগ কেন জানেন? মহিলার অপরাধ তিনি ট্রাম্পকে মধ্যমা দেখিয়েছিলেন, আর তার জেরেই তাঁকে এই শাস্তি দেওয়া হল।
ঘটনার সূত্রপাত ২০১৭ সালের ২৮ অক্টোবর। বাইসাইকেল চালানোর সময় ট্রাম্পের মোটরক্যাড তাঁকে ক্রস করছিল। সেসময় ট্রাম্পের মোটরক্যাডকে মধ্যমা দেখান জুলি নামের ওই মহিলা। কিন্তু সেই মধ্যমা দেখানোর ছবি ভাইরাল হতেই, মহিলা যে সংস্থায় কর্মরত ছিলেন, সেখানকার কর্তৃপক্ষ মহিলাকে কাজ থেকে বরখাস্ত করেন। সবচেয়ে দুঃখজনক তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার কারণ হিসেবে সংস্থার তরফে বলা হয়েছে, তিনি সংস্থার সোশ্যাল মিডিয়া সংক্রান্ত নিয়মকানন লঙ্ঘন করেছেন। তাঁদের অনুমতি ছাড়া ট্রাম্পকে মধ্যমা দেখানোর ছবি নিজের ফেসবুক এবং টুইটার পেজে পোস্ট করেছেন।
প্রসঙ্গত, ভার্জিনিয়ার স্টারলিঙে জুলি যেসময় তাঁর সাইকেল চালাচ্ছিলেন, সেসময় সেখানে দিয়ে যাচ্ছিল প্রেসিডেন্টের মোটরক্যাড। মোটর কনভয় যাওয়ার রাস্তা করে দেওয়ার জন্যেই তিনি মধ্যমা তুলে সঙ্কেত দেন। আর সেই মুহূর্তের ছবিটি ফ্রেমবন্দি করেন হোয়াইট হাউসের ফটোগ্রাফার। সেসময় গল্ফ কোর্স থেকে হোয়াইট হাউস ফিরছিলেন ট্রাম্প। জুলি বেরিয়েছিলেন শনিবার সন্ধের সাইকেল রাইডে।
তবে মধ্যমা দেখানোর কারণ হিসেবে জুলি দাবি করেন, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নতির জন্যে কিছুই করেননি। একের পর এক বন্দুকবাজের হামলায় কার্যত ভীত, সন্ত্রস্ত আমেরিকা, হারিক্যান ঝড়ে বিধ্বস্ত। কিন্তু সেসময় মার্কিনবাসীকে সাহায্য করার বদলে গল্ফ কোর্সে গিয়ে মজা করছেন ট্রাম্প। তাই বিভিন্ন ক্ষোভ থেকেই তিনি মধ্যমা দেখান।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে মধ্যমা দেখিয়ে চাকরি খোয়ালেন এই মহিলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Nov 2017 04:03 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -