গাড়ি দুর্ঘটনায় মৃত্যু মায়ের, চিকিৎসকদের চেষ্টায় জন্ম সুস্থ সন্তানের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 May 2016 07:16 AM (IST)
কেপ জিরারডিউ, (আমেরিকা): অবিশ্বাস্য! সন্তানসম্ভবা অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু মায়ের। কিন্তু চিকিত্সকদের সফল অস্ত্রোপচারে জন্ম নিল গর্ভস্থ সন্তান। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কেপ জিরারডিউতে। জানা গিয়েছে, প্রসব যন্ত্রণা ওঠায় সারা ইলার নামে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তাঁর স্বামী ম্যাট রাইডার। পথে ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে গাড়িটির। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সারাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান তাঁর স্বামী। শরীরের বিভিন্ন অংশের হাড় ভেঙে গিয়েছে তাঁর। দুর্ঘটনার সময় পৃথিবীর সবথেকে নিরাপদ স্থানে ছিল শিশুটি, মাতৃজঠরে। মায়ের মৃত্যু হলেও চিকিৎসকদের অদম্য প্রচেষ্টায় বেঁচে যায় তাঁর গর্ভস্থ সন্তান। ইমারজেন্সি সিজারিয়ান সেকশনে হয় সফল অস্ত্রোপচার। সেখানেই জন্ম হয় ছোট্ট মেয়ে ম্যাডিসনের। চিকিৎসকরা জানিয়েছেন, সদ্যোজাতর ওজন ৪ পাউন্ড এবং ১৫ আউন্স। জন্মানোর পরই তাকে ভেন্টিলেশনে রাখা হয়। এখন সে শারীরিকভাবে সুস্থই রয়েছে। সম্ভবত এই সপ্তাহেই ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে। সারার আত্মীয়রা জানিয়েছেন, এখনও শিশুটি পুরোপুরি সুস্থ কিনা জানাতে পারেনি চিকিৎসকরা। মায়ের মৃত্যুর কারণে শরীরে অক্সিজেনের অভাব হয়ে থাকতে পারে তার। এর জেরে ‘ব্রেন ড্যামেজ’ হতে পারে বলেও আশঙ্কা করছেন চিকিৎসকরা।