ওয়াশিংটন: কোবিড-১৯ ভাইরাসের প্রকোপে ত্রস্ত গোটা বিশ্ব। এখনও পর্যন্ত ৭২টি দেশে এই ভাইরাস ছড়িয়েছে। দ্য ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের (হু) পরিসংখ্যান অনুযায়ী চিনের বাইরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার। এখনও পর্যন্ত ১৭০০ মানুষের দেহে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। হু-এর তরফে জানানো হয়েছে, চিনের বাইরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৬৬ জনের। এদের মধ্যে ৯ জন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা।


এতদিন পর্যন্ত করোনাভাইরাসে আমেরিকায় মৃতের সংখ্যা ছিল ৬। আজ আরও ৩ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। আক্রান্তের সখ্যাও ১০০ ছাড়িয়েছে। ওয়াশিংটনেই স্রেফ আক্রান্তের সংখ্যা ২৭। আশঙ্কাজনক পরিস্থিত তৈরি হচ্ছে ইজরায়েলেও। সেদেশের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে ইজরায়েলে করোনাভাইরাস ‘পজিটিভ’ রোগীর সংখ্যা ১২ থেকে বেড়ে ১৫ হয়েছে।


সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, চিনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২ হাজার ৯৪৬ জনের। যা শুধু বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থাই নয়, প্রভাব ফেলেছে অর্থনীতিতেও। এই পরিস্থিতিতে আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে এল বিশ্ব ব্যাঙ্ক গ্রুপ। করোনাভাইরাসের মতো মারাত্মক স্বাস্থ্য সঙ্কটের মোকাবিলায় ১২ বিলিয়ন ডলার সাহায্যের কথা জানাল বিশ্ব ব্যাঙ্ক।