নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, গাড়ির আকারের এই মহাকাশযান সরাসরি সূর্যের বায়ুমণ্ডলে ঢুকে যাবে। সূর্যের ভূ-পৃষ্ট থেকে ৪০ লক্ষ মাইলের মধ্যে যাবে মহাকাশযানটি। বিশেষ তাপ-নিরোধক প্রযুক্তির সাহায্যে এখনও পর্যন্ত যত মহাকাশযান সূর্যের কাছাকাছি গিয়েছে, তার সাতগুণ বেশি কাছে যাবে এই মহাকাশযান। এর ফলে সূর্যের বিষয়ে অনেক অজানা তথ্য পাবেন বিজ্ঞানীরা।