ওয়াশিংটন: সূর্যের বাইরের অংশের বায়ুমণ্ডল এবং মহাকাশের আবহাওয়ার উপর এর প্রভাবের বিষয়ে গবেষণার লক্ষ্যে যাত্রা শুরু করল নাসার মহাকাশযান। আজ মার্কিন যুক্তরাষ্ট্রের কেপ ক্যানাভেরাল বিমানঘাঁটি থেকে রওনা হয়েছে এই মহাকাশযান। সূর্যকে ‘স্পর্শ’ করতে সময় লাগবে সাত বছর।



নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, গাড়ির আকারের এই মহাকাশযান সরাসরি সূর্যের বায়ুমণ্ডলে ঢুকে যাবে। সূর্যের ভূ-পৃষ্ট থেকে ৪০ লক্ষ মাইলের মধ্যে যাবে মহাকাশযানটি। বিশেষ তাপ-নিরোধক প্রযুক্তির সাহায্যে এখনও পর্যন্ত যত মহাকাশযান সূর্যের কাছাকাছি গিয়েছে, তার সাতগুণ বেশি কাছে যাবে এই মহাকাশযান। এর ফলে সূর্যের বিষয়ে অনেক অজানা তথ্য পাবেন বিজ্ঞানীরা।