১১৩ বছর বয়সে বিশ্বের প্রবীণতম ব্যক্তির মৃত্যু
Web Desk, ABP Ananda | 12 Aug 2017 12:05 AM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
জেরুজালেম: গত বছর বিশ্বের প্রবীণতম ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। এক মাস পরেই ১১৪-তম জন্মদিন পালনের জন্য তৈরি হচ্ছিলেন। কিন্তু তার আগেই শুক্রবার মৃত্যু হল ইজরায়েল ক্রিস্টাল নামে এই প্রবীণের। ইজরায়েলের সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে। তবে তাঁর পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ১৯০৩ সালের ১৫ সেপ্টেম্বর পোল্যান্ডে জন্ম হয় ক্রিস্টালের। তাঁর বাবা প্রথম বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার সেনাবাহিনীর হয়ে লড়াই করেন। প্রথম বিশ্বযুদ্ধের পর তিনি পোল্যান্ডের লডজ শহরে চলে যান। সেখানে তিনি কেক-চকোলেটের কারখানায় কাজ করতে শুরু করেন। সেখানেই বিয়ে করেন তিনি। দুটি সন্তানের জন্ম হয়। কিন্তু সুখ বেশিদিন স্থায়ী হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের কুখ্যাত নাৎসি সেনা ১১ লক্ষ ইহুদির সঙ্গে ক্রিস্টাল ও তাঁর স্ত্রী, সন্তানদেরও বন্দি করে কনসেনট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দেয়। সেখানে অত্যাচার সহ্য করতে না পেরে ক্রিস্টালের স্ত্রী ও সন্তানদের মৃত্যু হয়। ক্রিস্টাল অবশ্য প্রাণে বেঁচে যান। যদিও তাঁর ওজন কমে গিয়ে মাত্র ৩৭ কেজি হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইজরায়েলে গিয়ে মিষ্টির দোকান খোলেন ক্রিস্টাল। সেখানে তিনি ফের বিয়ে করেন। মৃত্যুর সময় তাঁর দুই সন্তান, ৯ জন নাতি-নাতনি এবং ৩২ জন প্রপৌত্র-প্রপৌত্রী বর্তমান।