ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 May 2016 08:23 AM (IST)
নয়াদিল্লি: এখনকার ব্যস্ত শহরের রাস্তায় সাইকেল চালানো অনেক সময়ই বেশ কঠিন হয়ে যায় অনেকের পক্ষে। অথচ এক অতিসাহসী যুবক পাহাড়ের ঢালে, বাড়ির ছাদে সাইকেল চালিয়ে তাক লাগিয়ে দিলেন সবাইকে। এই সাহসী ব্যক্তি কখনও দ্বিতল বা কখনও তিনতলা বাড়ির ছাদেও সাইকেল চালিয়েছেন। এমনকি ৪ থেকে ৫ ইঞ্চি চওড়া জায়গায় হাঁটতেই রীতিমত ভয় পাবে যেকোনও ব্যক্তি। সেখানে ভিডিও-র যুবকটি অনায়সে কোনও এক ছাদের পাঁচিল যা চওড়ায় ৪ থেকে ৫ ইঞ্চির বেশীতো হবেই না, সেখানে একটুও ভয় না পেয়ে সাইকেল চালিয়ে বেরিয়ে গেছেন, দেখা যাচ্ছে ভিডিওতে। সবচেয়ে বড়কথা যুবকটি সামান্য একটু ভুল না করে, এক বাড়ির ছাদের পাঁচিল থেকে আরেক বাড়ির ছাদের পাঁচিলে অবলীলায় লাফিয়ে চলে গেছেন নিজের সাইকেল নিয়ে। ভিডিও থেকে পরিস্কার, যুবকটি কোনও এক পাহার ও সমুদ্রে ঘেরা বিদেশী শহরে এই কীর্তিটি করেছেন। তবে আসল চমক অপেক্ষা করছিল ভিডিওর শেষে। যুবকটি শেষে সাইকেল নিয়ে কোথায় ঝাঁপালো জানতে দেখুন পুরো ভিডিওটি ভিডিও সৌজন্যে ন্যাশনাল জিওগ্রাফি, ফেসবুক