উহান: চিনের যে শহর থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছিল, সেই উহানে লকডাউন উঠে গিয়েছে। আর তারপরই বিয়ে করার জন্য শুরু হয়েছে হুড়োহুড়ি! বিয়ের আবেদন জমা পড়েছে স্বাভাবিকের চেয়ে ৩০০ গুণ বেশি!
গত বছরের শেষে উহানে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণ হয়। তারপর তা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। মারণ ভাইরাসে আক্রান্ত ১৫ লক্ষের বেশি মানুষ। এদিকে চিনের বিভিন্ন অঞ্চল থেকে লকডাউন প্রত্যাহার করে নেওয়ায় স্বাভাবিক জীবনে ফিরছে মানুষ। একটি মার্কিন সংবাদমাধ্যম বৃহস্পতিবারের এক প্রতিবেদনে জানিয়েছে, টানা ৭৬ দিনের অবরুদ্ধ দশা কাটার পর উহানে বিয়ে করার ধুম পড়ে গিয়েছে।
গত শুক্রবার থেকে হুবেই প্রদেশের উহানের সরকারি কর্তৃপক্ষ বিয়ের রেজিস্ট্রেশন পুনরায় চালু করে। কিন্তু লকডাউন থাকায় বিয়ের কাজটা সারতে পারছিলেন না অনেকে। অবশেষে গতকাল বুধবার লকডাউন প্রত্যাহার হলে অনেকেই বিয়ের কাজটা সম্পন্ন করতে শুরু করেছেন। উহানে সরকারি নানা অ্যাপ পরিচালনা করে টেক জায়ান্ট আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান আলি পে। তারাই জানিয়েছে, উহানে বিবাহ রেজিস্ট্রেশনের পরিমাণ ৩০০ গুণ বেড়েছে। ট্র্যাফিকিংয়ের জন্য অ্যাপে ঢুকতে না পারায় অনেকে সোশ্যাল মিডিয়ায় অভিযোগও করছেন।
করোনার উৎপত্তিস্থল চিনের হুবেইয়ের রাজধানী উহান থেকে লকডাউন প্রত্যাহার হয় ৮ এপ্রিল। ২০১৯ সালের ডিসেম্বরের শেষদিকে ওই শহর থেকেই ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হলে গত ২৩ জানুয়ারি পুরো উহান লকডাউন করে দেওয়া হয়েছিল। তবে লকডাউন উঠে যাওয়ায় মানুষ এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। যদিও চিনে ফের নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ার খবরও পাওয়া গিয়েছে।
৭৬ দিনের লকডাউন উঠতেই উহানে বিয়ের ধুম, আবেদন জমা পড়ল ৩০০ গুণ বেশি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Apr 2020 02:01 PM (IST)
গত শুক্রবার থেকে হুবেই প্রদেশের উহানের সরকারি কর্তৃপক্ষ বিয়ের রেজিস্ট্রেশন পুনরায় চালু করে।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -