বেজিং: সারা জীবনের জন্য চিনের প্রেসিডেন্ট থাকার পথ প্রশস্ত করলেন শি জিনপিং। নির্দিষ্ট সময়ের জন্য প্রেসিডেন্ট থাকার যে রীতি এতদিন দেশে প্রচলিত ছিল, সেই রীতি তুলে দিল চিনা পার্লামেন্ট। এর ফলে অনির্দিষ্টকালের জন্য, যতদিন ইচ্ছে দেশের সর্বোচ্চ পদে থাকতে পারবেন তিনি। এর ফলে মাও জে দংয়ের আমলের টালমাটাল একনায়কতন্ত্রের পর সংযুক্ত নেতৃত্ব ও নিয়মিত শাসন পরিবর্তনের যে প্রতিশ্রুতি প্রাক্তন সর্বাধিনায়ক দেং জিয়াওপিং দিয়েছিলেন, তা থেকে সরে এল চিনা পার্লামেন্ট। ফের একনায়কতন্ত্রের পথেও হাঁটল তারা। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ২,৯৫৮টি, বিপক্ষে মাত্র ২টি। ৩ জন অনুপস্থিত ছিলেন। যদিও অনলাইনে এই সিদ্ধান্তর তীব্র সমালোচনা হয়েছে।
এতদিন নিয়ম ছিল, চিনা প্রেসিডেন্ট পরপর দুবার ৫ বছর করে শাসন করতে পারবেন। কিন্তু চিনা সংবিধানে ১৪ বছরের মধ্যে এই প্রথম সংশোধনী সেই নিয়মকে বাতিল করে দিল। গত অর্ধশতাব্দীতে চিনা পার্লামেন্ট অবশ্যে তাদের কমিউনিস্ট পার্টির একটি প্রস্তাবও খারিজ করতে পারেনি।
চিনা কমিউনিস্ট পার্টির অবশ্য দাবি, সাধারণ মানুষের আকাঙ্খা মেনেই এই সংশোধনী আনা হয়েছে।
চিনা কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি থাকার সুবাদে ২০১২ থেকে দেশের প্রেসিডেন্ট পদে রয়েছেন ৬৪ বছরের জিনপিং। তাঁর দুই পূর্বসূরী অবশ্য দেংয়ের পদাঙ্ক অনুকরণ করে ২টি করে মেয়াদ কাটানোর পর পদত্যাগ করেছিলেন।
চিনা পার্লামেন্টে সংশোধনী, সারা জীবনের জন্য প্রেসিডেন্ট থাকবেন শি জিনপিং
ABP Ananda, Web Desk
Updated at:
11 Mar 2018 02:22 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -