সান ফ্রান্সিসকো: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া নির্দেশও শিথিল হল এক মায়ের জন্য। ২ বছরের সন্তানের জীবনের শেষ মুহূর্তে তার সঙ্গে থাকার অনুমতি পেতে রীতিমতো লড়াই করতে হল ইয়েমেনি মা-কে। তাঁর সন্তান বিরল জিনঘটিত রোগে আক্রান্ত। জীবন প্রায় শেষ পর্যায়ে। এই সময়ও মার্কিন নাগরিক স্বামী ও ছেলের থেকে দূরেই থাকতে হচ্ছিল শাইমা সইলেকে। সে দেশের আধিকারিকদের মন টলাতে পারেনি শিশুটির বাবার একাধিক আবেদনও। অবশেষে টেলিভিশনে তাঁর কাতর আবেদনে কাজ হল। তাঁর আবেদনের সমর্থনে গলা ফাটান দেশব্যাপী জনতা। আর তার ফলেই বরফ গলে। মার্কিন মুলুকে পা-রাখার অনুমতি পান ট্রাম্পের নিষিদ্ধ তালিকায় থাকা মুসলিম রাষ্ট্রের শোকার্ত মা। সাময়িক মিশরে ছিলেন তিনি। কায়রোর মার্কিন দূতাবাস তার ভিসা মঞ্জুর করে। এই লড়াইয়ে তাঁরা পাশে পেয়েছেন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন-কে। তাদের প্রচার অভিযানের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। জমা পড়ে ১৫ হাজারেরও বেশি ই-মেল। এতজনের আর্জিতে অবশেষে ছেলের শেষবেলায় স্ত্রীকে পাশে পেয়েছেন আলি হাসান। তিনি জানান, এখন আমরা অন্তত সম্মানের সঙ্গে শোকপালন করতে পারব।
২০১৬ সালে নির্বাচনের প্রচারের সময়ই ডোনাল্ড ট্রাম্প সব মুসলিম দেশগুলির নাগরিকদের সে-দেশে ঢোকার উপর উপর নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছিলেন। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়ামেন সহ বেশ কিছু মুসলিম রাষ্ট্রের নাগরিকদের ভিসা আটকে দেন।