অভিনব প্রেমের প্রস্তাব, কুমিরকে সাক্ষী রেখে প্রেম নিবেদন চিড়িয়াখানা কর্মীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Nov 2016 05:35 PM (IST)
নয়াদিল্লি: প্রত্যেকেই চায় প্রেমিকাকে কোনও অভিনব উপায়ে প্রোপোজ করতে। যা হবে আর পাঁচজনের থেকে আলাদা। সারা জীবন যা স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু তাই বলে প্রেমের প্রস্তাবে সাক্ষী কিনা কুমির! হ্যাঁ, এমন ঘটনাই ঘটিয়েছেন বিলি কোলেট নামে অস্ট্রেলিয়ার রেপ্টাইল পার্কের এক কর্মী। ১০ বছর ধরে সেখানে কাজ করছেন তিনি। তিন বছর ধরে সিয়োভান নামে এক তরুণীর সঙ্গে তাঁর সম্পর্ক। তাঁকে চমকে দিতেই এলবিস নামে ১৫ ফুট লম্বা এক হিংস্র কুমিরের সামনে প্রেমের প্রস্তাব দেন তিনি। সেটিকে খাবারের লোভ দেখিয়ে প্রথমে ডাঙায় তোলেন, তারপর সেটির সামনেই গার্লফ্রেন্ডের আঙুলে পরিয়ে দেন আংটি। দেখুন সেই ভিডিও-