ওয়াশিংটন: ভারত সহ বিশ্বের বিভিন্ন নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে বদ্ধপরিকর ফেসুবক। এমনটাই জানালেন সংস্থার সিইও মার্ক জুকেরবার্গ। সম্প্রতি, কেমব্রিজ অ্যানালিটিকা নামে এক ব্রিটিশ সংস্থার বিরুদ্ধে কয়েক কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য চুরি করার অভিযোগ ওঠে। এই নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় হয়।
আঁচ পড়ে ভারতেও। অভিযোগ ওঠে বিভিন্ন নির্বাচনে কেমব্রিজ অ্যানালিটিকার সাহায্য নিয়েছে রাজনৈতিক দলগুলি। একে অপরের দিকে কেমব্রিজ অ্যানালিটিকাকে ব্যবহার করার অভিযোগ আনে কংগ্রেস ও বিজেপি। প্রশ্ন ওঠে, ভারতের নির্বাচনে কি কলকাঠি নেড়েছে কেমব্রিজ অ্যানালিটিকা?
এই প্রেক্ষিতে এদিন মার্কিন সেনেটে দাঁড়িয়ে জবাব পেশ করেন জুকেরবার্গ। তাঁর দাবি, তথ্যের গোপনীয়তা ও নির্বাচনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ইস্যু নিয়ে ফেসবুকের বোর্ড মিটিংয়ে ইতমধ্যেই আলোচনা হয়েছে।
জুকেরবার্গ বলেন, এখনও পর্যন্ত যতগুলি সমস্যার সম্মুখীন হয়েছে ফেসবুক, এটি তাঁর মধ্যে অন্যতম জটিল। সমস্যা সমাধান করা আমাদের দায়িত্ব। তিনি যোগ করেন, চলতি বছরে এই বিষয়টির ওপরই সর্বাধিক গুরুত্ব দেবেন।
জুকেরবার্গ আশ্বাস দেন ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখতে যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, ২০১৮ নির্বাচনের দিক দিয়ে গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী নির্বাচনের পাশাপাশি ভারত, মেক্সিকো, পাকিস্তান ও হাঙ্গেরিতে নির্বাচন হবে। সর্বত্র নিরপেক্ষতা বজায় রাখাই সংস্থার লক্ষ্য।
জুকেরবার্গ জানান, ফেক অ্যাকাউন্ট চিহ্নিত করার জন্য নতুন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) সিস্টেম বসানো হয়েছে। একইসঙ্গে, নির্বাচনে ভুয়ো খবর ছড়াচ্ছে কি না, তার ওপরও নজর রাখা এবং বন্ধ করা সম্ভব হবে। তিনি যোগ করেন, সংস্থা এমন একটি সফটওয়্যার তৈরি করেছে যার মাধ্যমে কোনও ব্যক্তি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করলে তা ধরা পড়ে যাবে।