সাধুসমাজ, বিজেপি এ ঘটনায় তীব্র অসন্তোষ জানিয়েছে। সোস্যাল মিডিয়াতেও নানা জনে ক্ষোভ উগরে দিচ্ছে। এবার অর্জুনপুরস্কারজয়ী কুস্তিগীর তথা বিজেপি নেত্রী ববিতা #PalgharSadhuLynching হ্যাশট্যাগ দিয়ে সরাসরি কারও নাম না করে ট্যুইট করেছেন, ইতনা সন্নাটা কিউ হ্যায়? অর্থাত নানা ইস্যুতেসোস্যাল মিডিয়ায় মুখ খোলেন যাঁরা, তাঁরা এখন চুপ কেন সাধু হত্যায়?মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই জানিয়েছে,নির্মম ঘটনার ব্যাপারে ১১০ সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, দোষীরা ছাড়া পাবেনা।
ববিতা দিনকয়েক আগে ট্যুইট করেছিলেন, করোনাভাইরাসের চেয়েও বেশিক্ষতিকর অভদ্র তবলিঘি জামাতিরা। এ নিয়ে জোর শোরগোল হয়। অনেকে তাঁর ট্যুইটারঅ্যাকাউন্ট বাতিলের দাবি করে। যদিও নিজের মন্তব্যে অনড় থাকেন ববিতা।