লখনউ: উত্তরপ্রদেশের অযোধ্যার সঙ্গে বিহারের সীতামারিকে জুড়ে নতুন রাস্তার ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ। বিহারের সীতামারিতে ভোটপ্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এই নতুন রুটের নাম রাম-জানকী মার্গ হবে বলে জানিয়েছেন। ঘটনাচক্রে অযোধ্যা, সীতামারি-দুটি স্থানেরই হিন্দুদের কাছে ধর্ম, পুরাণের দৃষ্টিকোণ থেকে মাহাত্ম্য বিরাট। নীতীশকুমারের জেডি (ইউ)কে সঙ্গী করে বিহারে ফের ক্ষমতা দখলে ঝাঁপিয়ে পড়া বিজেপির তারকা প্রচারকারী আদিত্যনাথ। গত ২০ অক্টোবর থেকে বিহারে প্রচার চালাচ্ছেন তিনি। দু ডজনের ওপর জনসভায় ভাষণ দেওয়ার কথা তাঁর। সীতামারির সভায় তিনি বলেন, অযোধ্যা ও সীতামারিকে জুড়তে একটি রাস্তা তৈরি হচ্ছে, যার নাম হবে রাম-জানকী মার্গ। দুটি জায়গায় যাওয়া-আসা করা যাবে ৫-৬ ঘন্টায়। আমি আরও এসেছি রামমন্দির নির্মাণ উপলক্ষ্যে আপনাদের সবাইকে অভিনন্দন জানাতেই।
রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত, ভোটের বাজারে হিন্দু ভাবাবেগ উস্কে দেওয়াই আদিত্য়নাথের রাম-জানকী মার্গ নির্মাণ ঘোষণার পিছনে কারণ হতে পারে।
বিজেপি নেতারা জানিয়েছেন, আদিত্যনাথ গোরক্ষনাথ মন্দিরের প্রধান পুরোহিত। তাঁর বিহারে প্রচারসূচি ঠিক করা হয়েছে বিজেপির কেন্দ্রীয় অফিস থেকে। তাতে গোরক্ষপুরের আশপাশের এলাকাগুলিকে রাখা হয়েছে, যেগুলি পূর্ব উত্তরপ্রদেশ সীমান্ত সংলগ্ন।