Yogi Adityanath: 'বাবা সিদ্দিকি করে দেব', এবার যোগীকে হুমকি, মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে বেঁধে দেওয়া হল ১০ দিনের সময়সীমা

Yogi Adityanath Death Threat: বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে যোগীকে।

Continues below advertisement

মুম্বই: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশে খুনের হুমকি এল এবার। যোগীর প্রাণের ঝুঁকি রয়েছে বলে মুম্বই ট্রাফিক পুলিশের কাছে হুমকি এসেছে। বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে যোগীকে। নইলে তাঁর পরিণতি হবে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী, সম্প্রতি খুন হওয়া বাবা সিদ্দিকির মতো। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। (Yogi Adityanath)

Continues below advertisement

গত কয়েক সপ্তাহ ধরে লাগাতার হুমকি পেয়ে চলেছেন বলিউড অভিনেতা সলমন খান। বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় দায়স্বীকার করেছে যে বিশ্নোই গ্যাং, সলমনকে খুনের পরিকল্পনাও তাদেরই রচনা করা বলে দাবি পুলিশের। সেই আবহেই এবার যোগীর উদ্দেশে হুমকি এল। পর পর এই ঘটনায় কোনও সংযোগ রয়েছে কি না, খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। (Yogi Adityanath Death Threat)

অচেনা নম্বর থেকে যোগীকে খুনের হুমকি দেওয়া হয়েছে। কোথা থেকে ওই মেসেজ এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় FIR দায়ের হয়নি যদিও। তবে হুমকিবার্তা আসার পর যোগীর নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি যোগী। তবে হঠাৎ তাঁকে কেন হুমকি দেওয়া হল, কে বা কারা হুমকি দিল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

জানা গিয়েছে, মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে যোগীর উদ্দেশে হুমকি এসেছে। গত কয়েক দিন ধরেই তাদের কাছে হুমকিবার্তা আসছে, যার অধিকাংশই সলমনের উদ্দেশে পাঠানো। মোটা টাকা মুক্তিপণ না দিলে সলমনকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে লাগাতার। সেই ঘটনায় একাধিক ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতারও করেছে পুলিশ। জামশেদপুর থেকে এক সবজি বিক্রেতা, নয়ডা থেকে এক ট্যাটু শিল্পীকে গ্রেফতার করা হয়েছে আগেই। হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাবা সিদ্দিকির ছেলে, মহারাষ্ট্রের বিধায়ক জিশান সিদ্দিকিকেও খুনের হুমকি দেওয়া হয়েছে। জিশানের অফিসের সামনেই গত ১২ অক্টোবর গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাঁর বাবাকে। গুজরাতের সবরমতী জেলে বন্দি গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের বিশ্নোই গ্যাং সেই খুনের দায় স্বীকার করে। বাবা সিদ্দিকি সলমন খানের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। কৃষ্ণসার হরিণ মামলার দরুণ সলমন তাদের নিশানায় রয়েছেন। যদিও জেলে বসে কী করে বিশ্নোই গ্যাংকে পরিচালনা করছে লরেন্স, জেল থেকে কী করে ভিডিও বার্তা প্রকাশ করছে, তা নিয়ে প্রশ্নের মুখে পড়ছে সরকার। সেই আবহে বিতর্ক তৈরি হয়েছে কানাডা সরকারের দাবি নিয়েও। ভারত সরকারের এজেন্টরা বিশ্নোই গ্যাংকে নিজেদের স্বার্থে ব্যবহার করে বলে অভিযোগ তুলেছে কানাডা। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যেই এবার হুমকি পেলেন যোগী।

Continues below advertisement
Sponsored Links by Taboola