মুম্বই: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের তিন ম্য়াচের টেস্ট সিরিজ় প্রায় শেষের পথে। এই সিরিজ়ের পরেই টিম ইন্ডিয়ার জন্য় আরও একটি বড় চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। কিউয়িদের বিরুদ্ধে সিরিজ়় হারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের কোয়ালিফাই করা বা না করাটা কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Border-Gavaskar Trophy) সিরিজ়ের ওপর অনেকটাই নির্ভরশীল।
শোনা যাচ্ছিল অজ়িদের বিরুদ্ধে ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা প্রথম টেস্টে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) সম্ভবত খেলবেন না এবং তিনি সেটা ইতিমধ্যেই ভারতীয় বোর্ড কর্তাদেরও নাকি জানিয়ে দিয়েছেন। এর কারণ তিনি নাকি সেই সময় বাবা হতে চলেছেন। পৃথিবীতে তাঁর ও স্ত্রী রীতিকা সাজদের দ্বিতীয় সন্তান আসতে চলেছে। নিশ্চিতভাবে এই বিষয়ে রোহিত বা রীতিকার তরফে কিছু জানানো না হলেও, এই খবরে কার্যত সিলমোহর দিয়ে দিলেন হর্ষ ভোগলে।
ভারত বনাম নিউজ়িল্যান্ডের তৃতীয় টেস্ট চলাকালীনই ধারাভাষ্য দেওয়ার সময় হর্ষ কার্যত রোহিতের বাবা হওয়ার খবরটি পাকা করেন। তাঁকে ধারাভাষ্য দেওয়ার সময় বলতে শোনা যায়, অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মার অংশগ্রহণ নিয়ে অনেক কিছুই শোনা যাচ্ছে। ওঁ হয়তো প্রথম টেস্টে খেলবে না। শুনলাম ওঁর পরিবারে নাকি নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে। হর্ষর এই মন্তব্য রোহিত ও রীতিকার দ্বিতীয় সন্তান আসার খবর পাকা করে দিল বলেই মনে করছেন সকলে।
এই সফরে কিন্তু ভারতীয় দল অজ়িভূমে টেস্ট সিরিজ় জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে মাঠে নামবে। দুই শক্তিধর দেশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে। সেই লড়াইয়ের জন্য প্রস্তুত বিরাট কোহলিও। অজ়িদের মুখোমুখি হওয়া নিয়ে তাঁকে বলতে শোনা গেল, 'আমি বিশ্বাস করি মানসিকভাবে ওঁরা অনেক বেশি প্রতিযোগী মনোভাব নিয়ে মাঠে নামে। দলের ১১ জন খেলােয়াড় জানে যে ওঁদের কখন কী করতে হবে। ওঁদের এই আক্রমণাত্মক মনোভাব দেখেই আমি আরও উদ্বুদ্ধ হয়ে যাই। বর্ডার-গাওস্কর ট্রফি জিততে হলে আমাদের আরও নিঁখুত ক্রিকেট খেলতে হবে।'
এই সিরিজ়ে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাওয়া বিরাট কোহলির দিকেও যে বিশেষ নজর থাকবে, তা বলাই বাহুল্য। অজ়িদের বিরুদ্ধে কোহলি যেমন বারংবার নিজের দক্ষতা প্রমাণ করেছেন, এই আসন্ন সিরিজ়েও তেমনটাই হয় কি না, সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফি শুরুর আগেই ভারতকে হুঁশিয়ারি প্যাট কামিন্সের, বাছলেন এক্স-ফ্যাক্টারও