Voters Day 2021: এবার দেশের যে কোনও জায়গা থেকে ভোট? ট্রায়াল শুরু করছে কমিশন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Jan 2021 03:31 PM (IST)
সুনীল অরোরা জানিয়েছেন, নির্বাচন কমিশন ভবিষ্যতের নির্বাচনী প্রক্রিয়া আরও সহজ করার জন্য, অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করছে। তিনি জানিয়েছেন আমরা ইতিমধ্যে আইআইটি মাদ্রাজ এবং অন্যান্য ইনস্টিটিউটের সহযোগিতায় প্রত্যন্ত ভোটের প্রকল্পে কাজ করছি।
নয়াদিল্লি: ভোটাধিকার প্রয়োগের জন্য আর বিধানসভা বা লোকসভা কেন্দ্রের পূর্ব নির্ধারিত পোলিং বুথে যেতে হবে না। নতুন নিয়ম চালু করতে চলেছে ভারতের নির্বাচন কমিশন। আজই জাতীয় ভোটার দিবস। তার আগেই প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা অনেক একাধিক গুরুত্বপূর্ণ জানিয়েছেন। দূরবর্তী ভোটদান প্রকল্পের ট্রায়াল শুরু হবে বলে জানিয়েছেন তিনি। সুনীল অরোরা জানিয়েছেন, নির্বাচন কমিশন ভবিষ্যতের নির্বাচনী প্রক্রিয়া আরও সহজ করার জন্য, অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করছে। তিনি জানিয়েছেন আমরা ইতিমধ্যে আইআইটি মাদ্রাজ এবং অন্যান্য ইনস্টিটিউটের সহযোগিতায় প্রত্যন্ত ভোটের প্রকল্পে কাজ করছি। অনাবাসী ভারতীয় ভোটারদের জন্য ডাক ব্যালটের সুবিধা চালু করা হবে বলে জানা গিয়েছে। লক্ষ লক্ষ মানুষ নির্বাচন কমিশনের এই প্রকল্পের সুবিধা পাবেন। দূরবর্তী ভোটদান শুরু হলে যে কোনও ভোটার যে কোনও ভোটকেন্দ্র থেকে তাঁদের ভোট দিতে পারবেন। শুধু তাই নয়, বিদেশে ভোটারদের জন্য ডাক ব্যালট সুবিধা চালু করার বিষয়েও নির্বাচন কমিশন বিবেচনা করছে। বর্তমানে বিদেশে ভোটারদের ভোট দিতে দেশে আসতে হয়। প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন যে আমরা আশা করি সাধারণ মানুষ কমিশনের সি-ভিজিল অ্যাপটি সঠিকভাবে ব্যবহার করবে। নির্বাচনের সময় জনগণকে আচরণবিধি লঙ্ঘনের খবর পাওয়া যাবে বলে জানি গিয়েছে। উল্লেখ্য ২০১৮ সালে ২০১৮ সালে পাইলট প্রকল্প হিসাবে কমিশন সি-ভিজিল অ্যাপ চালু করেছিল।