নয়াদিল্লি: শিগগিরই দেশের যে কোনও প্রান্তে পেয়ে যাবেন হাই স্পিড ওয়াই ফাই নেটওয়ার্ক। দুর্গম এলাকাই হোক বা বড় শহরের ঘন বসতিপূর্ণ এলাকা, সব জায়গায় পাবেন ওয়াই ফাই। যখন তখন হটস্পট কানেকশনও এবার হাতের মুঠোয় এসে যাচ্ছে।
কেন্দ্রীয় সরকার বুধবার লাখ লাখ পাবলিক ওয়াই ফাই হটস্পট তৈরির অনুমতি দিয়েছে। যে কেউ, সাধারণ ব্যক্তিই হন বা পাড়ার মুদি বা চায়ের দোকানি- সবাই এই সংযোগ দিতে পারবেন। পাবলিক ওয়াই ফাই অ্যাকসেস নেটওয়ার্ক ইন্টারফেস (WANI)-কে কাল সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। নব্বইয়ের দশকে পাবলিক টেলিফোনে যে বিপ্লব আসে, তার সঙ্গে এই পদক্ষেপের তুলনা করা হচ্ছে। ফোন বা কম্পিউটারে এই পাবলিক ওয়াই ফাই সংযোগ পাওয়া এতটাই সহজ হবে, যা WANI অথরাইজড কোনও অ্যাপ ফোনে ডাউনলোড করার
অল্প ব্যবহারে খরচ পড়বে ১০ টাকারও কম, এ জন্য যে টাকা আপনি অ্যাপে ভরবেন সেখান থেকেই তা কাটা হবে, অনেকটা UPI পেমেন্টের মত। গুগল আর ফেসবুকও যখন পাবলিক ওয়াই ফাই ব্যবসায় আসার কথা ভাবছে বলে শোনা যাচ্ছিল কিন্তু রিলায়েন্স জিও দারুণ সস্তায় নেটওয়ার্ক সংযোগ নিয়ে আসায় আপাতত পিছিয়ে গিয়েছে তারা। এই সরকারি ওয়াই ফাই পরিষেবা ব্যবহার করতে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। এরপর দেশের যেখানেই যান আর রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়বে না। ভিডিও ডাউনলোড করা হোক, বা ছবি অথবা খেলা দেখা, দ্রুত ইন্টারনেট সংযোগ পেতে কোনও সমস্যা হবে না বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
কয়েক বছর আগে টেলিকম রেগুলেটর ট্রাই সরকারকে এই পাবলিক ওয়াই ফাই হটস্পট তৈরির পরিকল্পনা দেয়। এর ফলে ডিজিটাল সংযোগ যেমন বাড়বে তেমনই মফঃস্বল ও গ্রামের মানুষের সামনে রোজগারের একটা রাস্তা হবে। কোটি কোটি মানুষ এর ফলে সস্তায় ব্রডব্যান্ড সংযোগ পাবেন, এ হল কানেক্টিভিটি পরিষেবার UPI, ট্রাইয়ের প্রাক্তন চেয়ারম্যান আর এস শর্মা বলেছেন।
এই ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহের সুবিধে পেতে সরকারকে কোনও লাইসেন্স ফি দিতে হবে না। টেলিকম ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, সরকারের আশা, এর ফলে দেশের শহর, গ্রাম জুড়ে অসংখ্য পাবলিক ওয়াই ফাই হটস্পট গজিয়ে উঠবে, ফলে উৎসাহ পাবে ডিজিটাল সংযোগ।
আসছে সরকারি ওয়াই ফাই নেটওয়ার্ক, সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Dec 2020 01:37 PM (IST)
কেন্দ্রীয় সরকার বুধবার লাখ লাখ পাবলিক ওয়াই ফাই হটস্পট তৈরির অনুমতি দিয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -