পার্থ: করোনা লকডাউনে হাজারো মানুষের মত তিনিও খুইয়েছিলেন নিরাপত্তারক্ষীর সাধারণ চাকরিটা। কিন্তু চাকরি গেলেও ভাগ্যদেবী সরে যাননি পাশ থেকে। মধ্য কুড়ির এই অস্ট্রেলীয় যুবক লটারিতে জিতে নিয়েছেন ৫.৮ মিলিয়ন ডলার।


চাকরি খোওয়ানো তরুণ পার্থের আর্মডেলের বাসিন্দা। সেদিন তিনি ৩ বছরের মেয়ের জন্য মুদির দোকান থেকে টুকিটাকি কিনছিলেন। তখন অজি লটোর বিজ্ঞাপন দেখে কপাল ঠুকে দেখার সিদ্ধান্ত নেন। কিনে ফেলেন একটা টিকিট। কদিন পরে শোনেন, ওই লটারির টাকা যাঁর ভাগ্যে জুটেছে তিনি এখনও প্রকাশ্যে আসেননি। নিজের টিকিট বার করে নম্বর মিলিয়ে দেখেন, আর কেউ নন, লটারির সৌজন্যে তিনিই কোটিপতি হয়ে গিয়েছেন মুহূর্তের মধ্যে।

এত টাকা দিয়ে এবার কী করবেন? হতবাক, আপ্লুত তরুণ প্রথমেই বলেন, তিনি বাড়ি ফিরে মেয়েকে জড়িয়ে ধরতে চান। তিনি সব সময় ভেবে এসেছেন, জীবন স্বপ্ন হয়ে উঠতে পারে, আর এখন তিনি স্বপ্নের ঘোরে রয়েছেন। লটো বিজেতাদের ব্যাপারে তিনি শুধু খবরেই পড়েছেন, কখনও ভাবেননি, তাঁর জীবনে তা সত্যি হয়ে উঠতে পারে। এবার তিনি প্রথমে ছোট ভাইয়ের জন্য একটা বাড়ি কিনতে চান। ভাই বেশ কিছুদিন ধরে বাড়ি কেনার চেষ্টা করছেন কিন্তু টাকার অভাবে পারছেন না, দাদা হিসেবে ভাইয়ের স্বপ্ম পূরণ করবেন তিনি।

মাকে নতুন একটা গাড়ি কিনে দেবেন, নিজের একটা বাড়ি কিনবেন, সন্তানদের ভবিষ্যৎ তৈরি করবেন। তারপর নিজে শুরু করবেন লেখাপড়া। বাণিজ্যে স্নাতক ডিগ্রিটা এবার নিয়েই ফেলবেন। তাহলে বুঝতে পারবেন, এত টাকা দিয়ে করবেনটা কী।