শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: কোচবিহারের দিনহাটায় ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। বিধায়ক অনুগামী তৃণমূল নেতার বাড়িতে হামলা, গুলি চালানোর অভিযোগ দুই যুব তৃণমূল নেতার বিরুদ্ধে। বাইকও ভাঙচুর করা হয়।


ঘটনার সূত্রপাত দিনহাটা কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে। দিনহাটা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা জয়দীপ ঘোষের অভিযোগ, কলেজে অশান্তির জেরে রাতে তাঁর বাড়িতে হামলা চালায় দুই যুব তৃণমূল নেতা অজয় রায় ও সাবির সাহা চৌধুরীর দলবল। গুলিও চলে বলে অভিযোগ। তৃণমূল নেতাই দুই যুব তৃণমূল কর্মীকে মারধর করেন বলে পাল্টা অভিযোগ করেছেন যুব তৃণমূল নেতা। পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না, তৃণমূল নেতার বাড়িতে হামলার অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিনহাটার বিধায়ক উদয়ন গুহর।


উল্লেখ্য, গত মাসেই গোষ্ঠাদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের তুফানগঞ্জ। কোচবিহারের তুফানগঞ্জের বারোকোদালি গ্রাম পঞ্চায়েতে দলীয় প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তৃণমূলের অঞ্চল সভাপতি। এবার কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বারোকোদালি  ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রকাশ্যে কোন্দলে জড়ায় তৃণমূলের দুই গোষ্ঠী। তৃণমূলের অঞ্চল সভাপতির অভিযোগ, পঞ্চায়েতের কাজে তাঁকে গুরুত্ব দেওয়া হয় না। উল্টোদিকে জেলা সভাপতির মনোনীত অঞ্চল সভাপতিকে মানতে নারাজ পঞ্চায়েত প্রধান।  রাজ্যের শাসক দলের এই কোন্দল নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলা হয়েছে।