YouTube Video Blocked: ভুয়ো তথ্য (Fake News) ছড়ানোর অভিযোগ ফের ইউটিউবের (YouTube) বেশ কিছু ভিডিও ব্লক (Video Blocked) করেছে ভারত সরকার। জানা গিয়েছে, ১০টি ইউটিউব চ্যানেল থেকে ৪৫টি ভিডিও ব্লক করা হয়েছে। অভিযোগ, এই সমস্ত ভিডিওর মাধ্যমে দেশের জাতীয় সুরক্ষা, বৈদেশিক সম্পর্ক এবং পাবলিক অর্ডার সংক্রান্ত ভুয়ো তথ্য ছড়ানো হয়েছে। আর সেই জন্যই Ministry of Information & Broadcasting ১০টি ইউটিউব চ্যানেল থেকে মোট ৪৫টি ভিডিও ব্লক করেছে। এটাই প্রথম নয়। এর আগেও ইউটিউব থেকে ভিডিও ব্লক করেছে ভারত সরকার।


জানা গিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর এই ৪৫টি ভিডিও ব্লক করার নোটিস প্রকাশ হয়েছিল। Information Technology (Intermediary Guidelines and Digital Media Ethics Code) Rules 2021- এর আওতায় এই অর্ডার প্রকাশ করা হয়েছিল। শোনা যাচ্ছে, যে ভিডিওগুলি ব্লক করা হয়েছে, সম্মিলিত ভাবে সেই ৪৫টি ভিডিও ইউটিউব ভিউ ১ কোটি ৩০ লক্ষেরও বেশি। Ministry of Information & Broadcasting- এর তরফে একটি বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।


এই তথ্যের পাশাপাশি Ministry of Information & Broadcasting এও জানিয়েছে যে, ব্লক করে দেওয়া ভিডিওগুলিতে ছিল ভুয়ো খবর এবং morphed video। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হিংসা ছড়ানোর জন্যই এইসব ভিডিও ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। এই ভিডিও ছড়ানোর মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সংগঠনের মধ্যে হিংসামূলক বার্তা দেওয়াই ছিল উদ্দেশ্য। সরকারের দাবি, এইসব ভিডিওর মাধ্যমে সামজিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা ছিল। সেইজন্যই এই ভিডিওগুলিকে ইউটিউব থেকে ব্লক করা হয়েছে।


Ministry of Information & Broadcasting- এর তরফে জানানো হয়েছে সরকারের Agnipath scheme, Indian Armed Forces, India’s national security apparatus, Kashmir- এইসব প্রসঙ্গে ভুয়ো তথ্য প্রদান করা হয়েছিল ওইসব ভিডিওতে। ব্লক করার আগে এইসব ভিডিওর কনটেন্ট যথেষ্ট ভালভাবে খতিয়ে দেখা হয়েছে। সেখানে দেখা গিয়েছে সব তথ্যই মিথ্যে এবং যথেষ্ট সংবেদনশীল। কেন্দ্রীয় মন্ত্রকের মতে এইসব তথ্য ভারতের জাতীয় সুরক্ষা বিঘ্নিত করতে পারে। পাশাপাশি বিদেশে সঙ্গে ভারতের সুসম্পর্কও নষ্ট করতে পারে। সেই কারণেই এইসব ভিডিও সরাসরি ব্লক করে দেওয়া হয়েছে। Information Technology Act, 2000 section 69A- এর আওতায় এই ভিডিওগুলি খুঁজে পাওয়া গিয়েছিল। তারপরই সেগুলি খতিয়ে দেখা হয় এবং ভুয়ো তথ্য প্রকাশ্যে আসে। জানা যায় যে এইসব ভিডিও যথেষ্টই সেনসিটিভ যা সমাজে অশান্তি বাড়াতে পারে।


আরও পড়ুন- আইওএস অ্যাপ বানিয়েছে ৯ বছরের ভারতীয় মেয়ে, প্রশংসায় পঞ্চমুখ অ্যাপেলের সিইও টিম কুক