মুম্বই: করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা আদিত্য পাঞ্চোলির স্ত্রী জারিনা ওয়াহাব। গত সপ্তাহে লীলাবতী হাসপাতালে ভর্তি হন তিনি। শ্বাসকষ্টের সমস্যা সহ করোনার যাবতীয় লক্ষণ তাঁর মধ্যে প্রকটভাবে রয়েছে।


জারিনাকে ভেন্টিলেটরে রাখা হয়, দেওয়া হয় অক্সিজেন। গোটা বিষয়টা আদিত্য ও তাঁর ছেলে সুরজ পাঞ্চোলি গোপন রাখতে চেয়েছিলেন তাই কাউকে কিছু না জানিয়ে জারিনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের একেবারে ঘনিষ্ঠ কয়েকজনই শুধু এ খবর জানতেন।

লীলাবতী হাসপাতালের চিকিৎসক জলিল পার্কার জানিয়েছেন, জারিনার শরীরের গাঁটে গাঁটে ব্যথা, ক্লান্তি এবং জ্বর ছিল। শরীরে অক্সিজেনের মাত্রাও ছিল খুব কম। পরে একটু ভাল হয়ে ওঠায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি, তবে করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে কিনা জানা যায়নি।

জারিনার ছেলে সুরজ জিয়া খান মামলার প্রধান অভিযুক্ত ছিলেন। সুশান্ত সিংহ রাজপুতের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুতেও তাঁর হাত রয়েছে বলে অভিযোগ। জারিনা অবশ্য ছেলের পাশে রয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ সব শুনলে খারাপ লাগে, হাসিও পায়। লকডাউনে লোকের হাতে এত সময় রয়েছে যে, যে কোনও লোক সম্পর্কে যা ইচ্ছে তাই বলে। দিশার সঙ্গে সুরজের কখনও দেখাই হয়নি। ও তো বারবার এ কথা বলছে, তবু কেউ ওকে বিশ্বাস করছে না।

শোনা যাচ্ছে, দিশা সুরজের বন্ধু ছিলেন, সুশান্তের মৃত্যুর আগের রাতে সুরজ পার্টিও দিয়েছিলেন। জারিনার বক্তব্য, তাঁর ছেলেকে লোকে পাঞ্চিং ব্যাগের মত ব্যবহার করছে, অথচ এ সবে ওর কোনও হাত নেই। ঘরে বসে যার যা ইচ্ছে সোশ্যাল মিডিয়ায় লিখছে, আরও ১০ জন সেটা পড়ছে আর বিশ্বাস করছে। একদিন সত্যি প্রকাশ পাবে, অপরাধী সাজা পাবেই।