নয়াদিল্লি:  সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)-এর সঙ্গে সংযুক্তি ঘোষণা করল জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড (জেডইইএল)। বুধবার কোম্পানির পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। এই সংযুক্তিকরণের পর সোনি ১.৫৭ বিলিয়ন ডলার (১১,৬১৫ কোটি টাকা) লগ্নি করবে এবং ৫২.৯৩ শতাংশ নিয়ন্ত্রক স্টেক সহ তারা হবে কোম্পানির সংখ্যাগরিষ্ঠ শেয়ার হোল্ডার। জেডইইএলের শেয়ার হোল্ডারদের কাছে থাকবে বাকি ৪৭.০৭ শতাংশ স্টেক। 


জেডইইএল বোর্ড এই সংযুক্তিকরণ অনুমোদন করেছে।  জানানো হয়েছে যে. সংযুক্ত সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও থাকবেন পুনীত গোয়েঙ্কা। 


জেডইইএল বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে যে,  শুধুমাত্র মূল্যায়নকৃত আর্থিক মাপকাঠি ছাড়াও এই সংযুক্তিকরণে অংশীদার সংস্থা স্ট্র্য়াটেজিক মূল্যমানও যুক্ত করবে।  বিবৃতিতে আরও বলা হয়েছে, উভয় কোম্পানিই বাধ্যতামূলক নয়, এমন সমঝোতায় উপণীত হয়েছে এবং দুটি কোম্পানিই তাদের সামনের সারিতে থাকে নেটওয়ার্ক, ডিজিটাল অ্যাসেটস, প্রোডাকশন অপারেশন ও প্রোগ্রাম লাইব্রেরিজের সংযোগসাধন করবে। 


Google Pixel Fold : স্যামসাঙের সঙ্গে হবে পাঞ্জা, আসছে Google Pixel Fold


জেডইইএল বোর্ড জানিয়েছে যে, সংযুক্ত সংস্থা ভারতে লিস্টেট কোম্পানি হবে। টার্ম শিটে ৯০ দিনের সময় পর্ব দেওয়া হয়েছে। এর মধ্যে দুই কোম্পানি পারস্পরিক  প্রয়াস চালাবে এবং চুক্তি চূড়ান্ত করবে। এক এক্সচেঞ্জ ফাইলিংয়ে এ কথা জানিয়েছে জি।


Salary Hike Update: কোভিডকালে ধাক্কা ! এই হারে বেতন বাড়বে আগামী বছর


আরও জানানো হয়েছে যে, এই সংযুক্তিকরণের প্রস্তাব অনুমোদনের জন্য শেয়ারহোল্ডারদের কাছে পেশ করা হবে। উল্লেখ্য,  জি টিভি-র মতো ব্র্যান্ড সহ  টেলিভিশন সম্প্রচার ও ডিজিটাল মিডিয়ায় উপস্থিতি রয়েছে জি-র।  


সংযুক্তিকরণের ঘোষণার পর জেডইইএলের শেয়ার দর ৯.৯৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।  রেগুলেটরি ফাইলিংয়ে জেডইইএলের পক্ষ থেকে জানানো হয়েছে যে,  ২২ সেপ্টেম্বর জেডইইএলের বোর্ড অফ ডিরেক্টরের বৈঠকে সোনি ইন্ডিয়ার সঙ্গে সংযুক্তিকরণ সংক্রান্ত নন-বাইন্ডিং টার্ম শিট রূপায়ণ অনুমোদিত হয়েছে।  


জেডইই বোর্ড জানিয়েছে, এই সংযুক্তিকরণ সমস্ত শেয়ার হোল্ডার ও স্টেক হোল্ডারদের কাছে লাভজনক হবে।